Skip to main content

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া দলের তিন ক্রিকেটার ইনজুরিতে 

Before the World Cup, three cricketers of the Australian team injured

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া দলের তিন ক্রিকেটার ইনজুরিতে 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ইতোমধ্যে দল গুছিয়ে ফেলেছে অংশগ্রহণকারী প্রায় সবগুলো দেশ। সবার আগেই দল গোছানোর কাজ সেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লড়াইয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে অজিরা।  অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৫ সদস্যের দলটি যেন সেই পূর্বাভাস দিচ্ছে। তবে বিশ্বকাপের আগেই দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগ মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারের চোটের খবর, অস্ট্রেলিয়ার জন্য বড় চিন্তায় বিষয়। আইসিসির কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে দেখা জানা গেছে, হাঁটুর চোটে পড়েছেন মিচেল স্টার্ক। এছাড়া মিচেল মার্শ গোড়ালির চোটে  এবং মার্কাস স্টয়নিসের ও চোট ভুগছেন। এদিকে বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন এই তিন ক্রিকেটার।

তবে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজে স্টার্কদের নিয়ে একবিন্দু ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। চোট সমস্যায় পড়া তিন ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে তারা। তাদের জায়গায় দলে ডাকা হয়েছে নাথান এলিস, ড্যানিয়েল শামস এবং শন অ্যাবট। তবে ভারত সিরিজে না পেলেও বিশ্বকাপে এই তিন ক্রিকেটারের খেলা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া। এই সিরিজে বিশ্রাম পাওয়া আরেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বদলে সুযোগ পেয়েছেন ক্যামেরুন গ্রিন।

এদিকে ভারতের বিপক্ষে সিরিজটাই হবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জন্য শেষ প্রস্তুতি। তবে সেটাও আবার ভারতের মাটিতে, এশিয়ার কন্ডিশনেও। ২০ সেপ্টেম্বর মোহালিতে মাঠে গড়াবে দুদলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। এরপর ২৩ সেপ্টেম্বর নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে উভয় দলই চলে যাবে হায়দ্রাবাদ। সেখানে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪-এর রাইজিং স্টারস: ক্রিকেটের ভবিষ্যত গঠনকারী উদীয়মান খেলোয়াড়দের আবিষ্কার করুন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদাই তরুণ ক্রিকেটারদের জন্য তাদের প্রতিভা প্রদর্শন এবং বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করার একটি প্ল্যাটফর্ম। ২০২৪ মরসুম আলাদা নয়, উদীয়মান খেলোয়াড়দের একটি নতুন...

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...