BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া দলের তিন ক্রিকেটার ইনজুরিতে 

Before the World Cup, three cricketers of the Australian team injured

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া দলের তিন ক্রিকেটার ইনজুরিতে 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ইতোমধ্যে দল গুছিয়ে ফেলেছে অংশগ্রহণকারী প্রায় সবগুলো দেশ। সবার আগেই দল গোছানোর কাজ সেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লড়াইয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে অজিরা।  অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৫ সদস্যের দলটি যেন সেই পূর্বাভাস দিচ্ছে। তবে বিশ্বকাপের আগেই দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগ মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারের চোটের খবর, অস্ট্রেলিয়ার জন্য বড় চিন্তায় বিষয়। আইসিসির কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে দেখা জানা গেছে, হাঁটুর চোটে পড়েছেন মিচেল স্টার্ক। এছাড়া মিচেল মার্শ গোড়ালির চোটে  এবং মার্কাস স্টয়নিসের ও চোট ভুগছেন। এদিকে বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন এই তিন ক্রিকেটার।

তবে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজে স্টার্কদের নিয়ে একবিন্দু ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। চোট সমস্যায় পড়া তিন ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে তারা। তাদের জায়গায় দলে ডাকা হয়েছে নাথান এলিস, ড্যানিয়েল শামস এবং শন অ্যাবট। তবে ভারত সিরিজে না পেলেও বিশ্বকাপে এই তিন ক্রিকেটারের খেলা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া। এই সিরিজে বিশ্রাম পাওয়া আরেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বদলে সুযোগ পেয়েছেন ক্যামেরুন গ্রিন।

এদিকে ভারতের বিপক্ষে সিরিজটাই হবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জন্য শেষ প্রস্তুতি। তবে সেটাও আবার ভারতের মাটিতে, এশিয়ার কন্ডিশনেও। ২০ সেপ্টেম্বর মোহালিতে মাঠে গড়াবে দুদলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। এরপর ২৩ সেপ্টেম্বর নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে উভয় দলই চলে যাবে হায়দ্রাবাদ। সেখানে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

Exit mobile version