Skip to main content

এবার বিপিএল মাতাতে আসছেন ডেভিড মালান

এবার বিপিএল মাতাতে আসছেন ডেভিড মালান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হতে যাচ্ছে ৬ জানুয়ারি। এই আসরের জন্য ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে দলগুলো। এরমধ্যে শেষ মুহুর্তে এসে নতুন চমক দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালানকে দলে ভেড়ালো ফ্রাঞ্চাইজিটি। এই তারকা ক্রিকেটারকে সাইন করানোর বিষয়টি নিজেদের ফেইসবুক পেইজে জানিয়েছে কুমিল্লা।

যদিও পুরোপুরি খুশি হওয়ার সুযোগ নেই কুমিল্লা সমর্থকদের। বিপিএলের গোটা মৌসুমে মালানকে পাচ্ছেন না তারা। কেবলমাত্র দুটি ম্যাচ খেলার জন্যই বাংলাদেশে আসছেন এই ইংলিশ তারকা। কুমিল্লার জার্সিতে দুই ম্যাচ খেলার পরেই উড়াল দেবেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আইএলটি লিগে খেলার কথা রয়েছে তার। অবশ্য বিপিএলের শেষদিকে আবারো মালানকে পাওয়ার সম্ভাবনা আছে কুমিল্লার।

এদিকে বিপিএলে আসতে পারায় বেশ রোমাঞ্চিত মালান। কুমিল্লার সঙ্গে চুক্তি করার পর একটি ভিডিও বার্তাও পাঠিয়েছেন তিনি। সেই ভিডিও প্রকাশ হয়েছে ফ্রাঞ্চাইজিটির ফেইসবুক পেইজে। যেখানে মালান বলেন, ” ২০২৩ সালের বিপিএলে কুমিল্লার হয়ে খেলার সুযোগ পেয়ে, আমি খুবই রোমাঞ্চিত। আমাদের দলটি দারুণ। কুমিল্লার হয়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। “

মালানের জন্য বিপিএলে খেলা, এবারই প্রথম নয়। এর আগেও একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন তিনি। এবার অবশ্য ভিন্ন অভিজ্ঞতা হতে পারে। কারণ, বর্তমানে ইংল্যান্ড দলের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন মালান। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রানও পাচ্ছেন তিনি। ভালো ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, বিপিএলেও বিস্ফোরক হতে পারেন মালান।

মালান ছাড়াও তারকায় ভরপুর এবারের কুমিল্লা দল। বিদেশিদের মধ্যে আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী, মোহাম্মদ রিজওয়ানদের মতো ক্রিকেটার। দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো বড় নাম। সবমিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়া কুমিল্লা এবারো চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার।  শিরোপার জন্য আবারো তাই  মাঠের ২২ গজের লড়াই নামবে তারা।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...