Skip to main content

News BN

ম্যারাডোনার পাশে মেসি

Messi next to Maradona

ম্যাক্সিকোর সাথে ম্যাচের আগে আর্জেন্টিনার সামনে যখন বিশ্বকাপে টিকে থাকার কঠিন সমীকরণ, ঠিক তার একদিন আগেই ছিলো দেশটির  ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রয়াণ দিবস। ম্যাচের দিন আলবিসেলেস্তেরা যে তাকে স্মরণ করবেন, তা স্বাভাবিক। কিন্তু ম্যাক্সিকোর সাথে ম্যাচে এভাবেই যে ম্যারাডোনার নামের সাথে নিজেকে জড়িয়ে নেবেন মেসি, কে জানতো?

লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প কোনো পথ ছিল না আর্জেন্টিনার সামনে। মাথায় আকাশসম চাপ নিয়ে এদিন খেলতে নামেন অধিনায়ক মেসি। প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েন তারা। তবে দ্বিতীয়ার্ধের কিছু সময় পর মেসির জাদুতে বুদ গোটা লুসাইল স্টেডিয়াম। ১ গোলের লিড পায় আর্জেন্টিনা।

সেই গোলের সুবাদে ম্যারাডোনার পাশে বসে যান মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত দুজনের গোল সংখ্যা ৮টি । এর আগে অবশ্য আরো একটি মাইলফলকে কিংবদন্তির পাশে ঠাই হয় বর্তমান নাম্বার টেনের। বিশ্বকাপে ম্যাচ খেলার দিক দিয়েও দুজনের এখন সমান অবস্থান। ২১টি করে ম্যাচ খেলেছেন ম্যারাডোনা এবং মেসি।

এদিকে অন্য একটি মাইলফলকে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার রেকর্ডটি আগেই করেছেন মেসি। এবার সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্টের রেকর্ড গড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ১ গোল আর ১ অ্যাসিস্টে ম্যাচসেরাও হয়েছেন মেসি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...