BJ Sports – Cricket Prediction, Live Score

ম্যারাডোনার পাশে মেসি

Messi next to Maradona

ম্যাক্সিকোর সাথে ম্যাচের আগে আর্জেন্টিনার সামনে যখন বিশ্বকাপে টিকে থাকার কঠিন সমীকরণ, ঠিক তার একদিন আগেই ছিলো দেশটির  ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রয়াণ দিবস। ম্যাচের দিন আলবিসেলেস্তেরা যে তাকে স্মরণ করবেন, তা স্বাভাবিক। কিন্তু ম্যাক্সিকোর সাথে ম্যাচে এভাবেই যে ম্যারাডোনার নামের সাথে নিজেকে জড়িয়ে নেবেন মেসি, কে জানতো?

লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প কোনো পথ ছিল না আর্জেন্টিনার সামনে। মাথায় আকাশসম চাপ নিয়ে এদিন খেলতে নামেন অধিনায়ক মেসি। প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েন তারা। তবে দ্বিতীয়ার্ধের কিছু সময় পর মেসির জাদুতে বুদ গোটা লুসাইল স্টেডিয়াম। ১ গোলের লিড পায় আর্জেন্টিনা।

সেই গোলের সুবাদে ম্যারাডোনার পাশে বসে যান মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত দুজনের গোল সংখ্যা ৮টি । এর আগে অবশ্য আরো একটি মাইলফলকে কিংবদন্তির পাশে ঠাই হয় বর্তমান নাম্বার টেনের। বিশ্বকাপে ম্যাচ খেলার দিক দিয়েও দুজনের এখন সমান অবস্থান। ২১টি করে ম্যাচ খেলেছেন ম্যারাডোনা এবং মেসি।

এদিকে অন্য একটি মাইলফলকে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার রেকর্ডটি আগেই করেছেন মেসি। এবার সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্টের রেকর্ড গড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ১ গোল আর ১ অ্যাসিস্টে ম্যাচসেরাও হয়েছেন মেসি।

Exit mobile version