Skip to main content

শৈশবে অস্ট্রেলিয়া দলকে সমর্থন করতেন না উসমান খাজা

শৈশবে অস্ট্রেলিয়া দলকে সমর্থন করতেন না উসমান খাজা

একটা সময় নিজের দল অস্ট্রেলিয়াকেই সমর্থন করতেন না অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন অস্ট্রেলিয়ান এই ওপেনার নিজেই। তবে ঠিক কি কারণে তিনি নিজের দলকে সমর্থন দিতেন না তাও জানান খাজা। 

সম্প্রতি  পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাছে সাংবাদিকরা জানতে চান তার বেড়ে ওঠার সময় তিনি অস্ট্রেলিয়া দলকে সমর্থন দিতেন কি না। জবাবে খুব সাবলীলভাবেই খাজা স্বীকার করেন যে তিনি সমর্থন করতেন না। খাজা বলেন, ” অপ্রিয় হলে এটাই সত্য যে,  আমি ছোট বেলায় অস্ট্রেলিয়া দলটাকে সমর্থন  করতাম না।  ১৩ – ১৪ বছর বয়স পর্যন্ত আমি টিম অস্ট্রেলিয়াকে একটুও সমর্থন করতাম না। আমি অস্ট্রেলিয়া দলটির সঙ্গে নিজেকে কোনভাবেই সম্পৃক্ত করতে পারতাম না। প্রিয় দল বলে মনেই হতোনা।  “

উসমান খাজা মূলত পাকিস্তানি বংশোদ্ভূত একজন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার টেস্ট দলের প্রথম মুসলিম খেলোয়াড়ও তিনি। তার সঙ্গে হওয়া বর্ণনাদী আচরণ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন খাজা। অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখনও বর্ণবাদ সমস্যার মুখোমুখি হতে হয় এমনটাও দাবি করেন তিনি। খাজা নিজেও বেশ কয়েকবার এর সম্মুখীন হয়েছেন বলে জানান । 

শেতাঙ্গ অস্ট্রেলিয়ানরা বর্ণবাদী আক্রমণ করত দাবি করে খাজা বলেন এই ব্যাপারগুলো তার ওপর প্রভাব ফেলত।   খাজা বলেন, ” যখন আমি খেলা দেখার জন্য টিভির সামনে বসতাম, মনে হতো  খেলার সময় একদল উচ্ছৃঙ্খল, এবং বিয়ার পান করতে থাকা শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ানরা বর্ণবাদী আচরণের মধ্য দিয়ে আমাকে অপমান করছে। এই ব্যাপারটা আমাকে ভীষণ নাড়া দিতো। মনে হতো, এই  দলটি আমাকে সমর্থন করে না, আমি তাদের কেন সমর্থন করতে যাব ? দলটাকে তাই মন থেকে সমর্থন দিতে পারতাম না।  “

খাজার দাবি, তার বড় হওয়ার সময়টা  মোটেও সহজ ছিল না। তিনি যে বর্ণবাদী, আচরণের মধ্য দিয়ে তাকে সেটা বুঝিয়ে দেওয়া হতো। এমনকি তাকে বর্ণবাদী নামে ডাকাও হতো। সেই স্মৃতি চারন করে খাজা  বলেন, ” আমার বড় হওয়ার সময়টা সহজ ছিলোনা মোটেই।  জাতিগত প্রেক্ষাপট বিবেচনায় বর্ণবাদী নামে  ডাকা হতো আমাকে। একবার ভাবুন কি কঠিন একটা সময় পার করেছি আমি। এই ব্যাপারগুলো ভীষণ স্পর্শকাতর ছিলো। মনের ভেতর একদম গেথে গিয়ছিলো। আমার বড় হওয়া তাই ভীষণ কঠিন ছিলো। “

বর্ণবাদের প্রভাব জানাতে যেয়ে খাজা আরো বলেন, ” বর্নবাদ বিষয়টি প্রত্যেক মানুষের জন্য অভিশাপ। মানুষের বর্নের ওপর কারো হাত নেই, কিন্ত  অবচেতন মনের পক্ষপাত সব সময় থাকে। যদি একজন ক্রিকেটার শ্বেতাঙ্গ এবং অন্যজন ভিন্ন বর্ণের হয়, তবে সাদা কোচ সব সময় সাদা ক্রিকেটারকেই বেছে নেবে। এটা ভীষন বাজে একটা অবস্থা। যার সাথে এসব ঘটে তাকে এই ব্যাপারগুলো মানসিকভাবে পিছিয়ে দেয়। ” 

পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ২০০৫ সালে অস্ট্রেলীয় অনূর্ধ্ব – ১৯ চ্যাম্পিয়নশিপে অসাধারণ নৈপূন্য প্রদর্শন করেছিলেন এবং সেটার জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন।পরবর্তীকে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তার অভিষেক হয়।বর্তমানে অস্ট্রেলিয়ার জার্সিতেই মাঠ মাতাচ্ছেন তিনি।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...