Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১১ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩য় ওডিআই)

ভারত শিখর ধাওয়ান (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ এবং আবেশ খান। দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), রেজা হেনড্রিকস, ইয়ানম্যান মালান, এইডেন মার্করাম, আন্দিলে ফুলকাওয়েও, হেনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, বিওর্ন ফোরটুইন, আনরিখ নর্কিয়া এবং লুঙ্গি এনগিডি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩য় ওডিআই) – হাইলাইটস

ভারতের স্পিন বিষে নাস্তানাবুদ হয়ে সিরিজের শেষ ম্যাচে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটের ব্যবধানে হেরে তারা সিরিজ খুইয়েছে ২-১ ব্যবধানে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত খেলে সিরিজটি ১-১ সমতায় আনতে পারলেও শিরোপা নির্ধারণী ম্যাচেই ম্যান ইন ব্লুদের ঘূর্ণি জাদুতে ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার।

দিল্লিতে মঙ্গলবার (১১ অক্টোবর) সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭.১ ওভার মোকাবিলায় মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। যা ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর! এর আগে স্বাগতিকদের বিপক্ষে দলটির সর্বনিম্ন স্কোর ছিল ১১৭। সেই ১৯৯৯ সালে ওই রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। ২৩ বছর পর রেকর্ডটি নতুন করে লেখালো দক্ষিণ আফ্রিকা।

ভারতের তিন স্পিনার কুলদীপ যাদব, ওয়াসিংটন সুন্দর ও শাহবাজ আহমেদ তুলে নেন ৮ উইকেট। বাকি ২ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ। জবাব দিতে নেমে মাত্র ১৯.১ ওভার মোকাবিলায় ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় স্বাগতিকরা।

লুঙ্গি এনগিডির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ক্যারিয়ারের চতুর্থতম অর্ধশতক হাতছাড়া করেন শুবমান গিল। ৫৭ বল মোকাবিলায় ৮ বাউন্ডারিতে ৪৯ রান করেন তিনি। ৩ চার ও ২ ছক্কার মারে ২৩ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়াস আইয়ার। এছাড়া ইশান কিশান ১৮ বলে ১০ ও শিখর ধাওয়ান ১৪ বলে ৮ রান করেন।

সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারায় প্রোটিয়ারা। ১০ বলে ৬ রান করে ওয়াসিংটনের বলে ক্যাচবন্দি হন তিনি। আরেক ওপেনার ইয়ানম্যান মালানকে সাজঘরে ফেরান সিরাজ। মালান ২৭ বলে ১৫ রান করেন।

এরপর একে একে সাজঘরের পথ ধরেন রেজা হেনড্রিকস (৩) ও এইডেন মার্করাম (৯)। এইদিন দলকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারেননি অধিনায়ক ডেভিড মিলারও। তিনি ৮ বলে ৭ রান করে ওয়াসিংটনের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন। মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন দলের হাল ধরার চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা।

কিন্তু শাহবাজ আহমেদের বলে ক্লাসেনও বোল্ড হলে ম্যাচ থেকে পুরোপুরে ছিটকে যায় প্রোটিয়ারা। তিনি বাউন্ডারিতে ৪২ বলে ৩৪ রান করেন। এরপর কুলদীপ এসে একাই চার উইকেট তুলে সফরকারীদের ধসিয়ে দেন। শেষদিকে মার্কো ইয়ানসেনের ১৯ বলে ১৪ রানের ইনিংসের সুবাদে ভারতকে ১০০ রানের লক্ষ্য বেধে দিতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা।

দুর্দান্ত পারফর্ম করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কুলদীপ যাদব। ১৭.৬৬ গড়ে ৩ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ২০.৮০ গড়ে ৩ ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজ।

এই ম্যাচে জয়ী হয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগে ১২৯ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে ভারত। তবে স্বাগতিক হওয়ায় ২০২৩ ওডিআই বিশ্বকাপে এমনিতেই সরাসরি খেলবে তাঁরা। তবে দুশ্চিন্তায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। ১৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা বর্তমানে তালিকার ১১ নম্বরে অবস্থান করছে।

১৩ দলের ওয়ানডে সুপার লিগ শেষে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারতসহ শীর্ষে থাকা আরও ৭টি দল। বাকি দলগুলোকে বাছাইপর্ব খেলতে হবে, যেখানে থাকবে আইসিসির পাঁচটি সহযোগী সদস্য দলও। সেখান থেকে দুটি দল ২০২৩ ওডিআই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এর স্কোরবোর্ড

দক্ষিণ আফ্রিকা – ৯৯/১০ (২৭.১)

ভারত – ১০৫/৩ (১৯.১)

ফলাফল – ভারত ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কুলদীপ যাদব

প্লেয়ার অফ দ্য সিরিজ – মোহাম্মদ সিরাজ


ক্রিকেট হাইলাইটস, ১১ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩য় ওডিআই)


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের একাদশ

ভারত শিখর ধাওয়ান (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ এবং আবেশ খান।
দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), রেজা হেনড্রিকস, ইয়ানম্যান মালান, এইডেন মার্করাম, আন্দিলে ফুলকাওয়েও, হেনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, বিওর্ন ফোরটুইন, আনরিখ নর্কিয়া এবং লুঙ্গি এনগিডি।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...