Skip to main content

বিপিএলে শাস্তির মুখে পড়লেন সাকিবরা

বিপিএলে শাস্তির মুখে পড়লেন সাকিবরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হওয়ার পর থেকেই সৃষ্টি হচ্ছে একের পর এক বিতর্ক। মাঠ ও মাঠের বাইরে এই বিতর্ক যেন শেষ হবার নয়! বিশেষ করে বিতর্কের যেন মধ্যমনি হয়ে আছেন, ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এবার আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে, শাস্তি পেতে হলো তাকে। অবশ্য খেলায় নিষেধাজ্ঞা নয়, অর্থ জরিমানা গুনছেন সাকিব।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় সাকিবের দল। সেই ম্যাচেই ঘটে যায় বিপত্তি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানের লক্ষ্যে যখন বরিশাল ব্যাটিং করতে নামে, তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত  ঘটনা। ডানহাতি – বাঁহাতি কম্বিনেশন নিয়ে ক্রিজে আসেন এনামুল হক বিজয় এবং চতুরাঙ্গা ডি সিলভা। এসময় বোলিং করতে আসেন রংপুরের শেখ মাহাদি হাসান।

অফস্পিনার মাহাদির বলে স্ট্রাইক নিতে আসেন বিজয়। বিষয়টি দেখে কিছুটা চতুরতার আশ্রয় নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। অ্যাটাকে আনেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসানকে। এসময় আবার বিজয় স্ট্রাইক বদল করে সিলভাকে দিতে চাইলে, আম্পায়ার তাতে আপত্তি জানান। এসময় ড্রেসিংরুম থেকে আপত্তি জানান সাকিব। একপর্যায়ে মাঠে ঢুকে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি টক অব দ্যা কান্ট্রি হয়ে যায়। ক্রিকেট পাড়ায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। 

যে কারণে ম্যাচ শেষে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ। অবশ্য শুধু সাকিব নয়, জরিমানা গুনেছেন আরো দুই ক্রিকেটার। সোহানকে জরিমানা করা হয়েছে বোলার পরিবর্তনের সেই ঘটনায়। অপরদিকে বিজয়কে জরিমানা করার কারণ, লেগ বিফোর হয়ে আউটের পর আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন এই ব্যাটসম্যান।

অবশ্য ম্যাচ শেষে সোহান এবং বরিশালের মেহেদি হাসান মিরাজ স্বীকার করেছেন, বিষয়টি ভুল বুঝাবুঝির কারণে হয়েছে। অবশ্য তাদের অভিযোগ, নিয়মের বিষয়ে আম্পায়ার তাদেরকে অবগত না করার কারণেই এই ধরণের ঘটনা ঘটেছে। অন্যথায় এসব ঘটনা সৃষ্টি হওয়ার কথা নয়। কিন্তু ম্যাচের পর যাই বলা হোক, দিনশেষে তিন ক্রিকেটারকেই গুনতে হয়েছে ১৫ শতাংশ জরিমানা। এই ঘটনা নিয়ে পরে অবশ্য আর মুখ খোলেননি সাকিব।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...