Skip to main content

বিপিএলের মাঝপথে ওমরাহ করতে গেলেন সাকিব

বিপিএলের মাঝপথে ওমরাহ করতে গেলেন সাকিব

কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজের মাঝপথে ব্যক্তিগত কাজও সারেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে খেলার ফাঁকে বিজ্ঞাপন কিংবা অন্যান্য কাজে বেরিয়ে পড়েন তিনি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালেও ঘটেছে এমন ঘটনা। তবে সেটা বিজ্ঞাপন কিংবা অন্য কোনো কাজে নয়, পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন টিম বাংলাদেশের টি টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক। 

জানা গেছে, শুক্রবার গভীর রাতে পবিত্র ওমরাহ পালন করতে ঢাকা ত্যাগ করেছেন সাকিব। অবশ্য এদিন বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচও খেলেছেন তিনি। সেই ক্লান্তি ঝেড়ে ফেলে, সৌদি আরবের বিমানে চাপেন ফরচুন বরিশালের অধিনায়ক। পবিত্র ওমরাহ পালন করতে সাকিবের সৌদি আরব যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক কর্মকর্তা ওয়াসিম খান।

অবশ্য সাকিবের চলে যাওয়ায় তেমন কোনো প্রভাব পড়বে না বরিশাল দলে। কারণ, ইতোমধ্যে টুর্নামেন্টের প্লেঅফ নিশ্চিত করে ফেলেছে দলটি। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে, টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বরিশাল। তাছাড়া ফেব্রুয়ারি বিপিএলের কোনো ম্যাচ নেই। আর এই ফাঁকা সময়টাই কাজে লাগালেন সাকিব। তাও আবার পবিত্র ওমরাহ মতো ভালো কাজে।

বিপিএলের গ্রুপ পর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে বরিশালের। ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর ১০ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। অবশ্য এই দুটি ম্যাচের আগেই দেশে ফিরবেন বরিশালের অধিনায়ক। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবেন সাকিব।

উল্লেখ্য, এবারের বিপিএলে উড়ন্ত ফর্মে আছেন সাকিব। বল হাতে যতটা ধারালো, তারচেয়ে বেশি হাসছে বরিশাল অধিনায়কের ব্যাট। ব্যাটেবলে পারফর্ম করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অবশ্য সাকিবের এমন রূপ, বিপিএলে নতুন নয়। এর আগে একাধিকবার টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে তারকা এই অলরাউন্ডারের হাতে। এবারও ঠিক সেই পথে হেঁটে চলছেন তিনি।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...