Skip to main content

বিপিএলের জমজমাট ফাইনালে, জেমসের কনসার্টের  সঙ্গে থাকছে বিম শো 

বিপিএলের জমজমাট ফাইনালে, জেমসের কনসার্টের সঙ্গে থাকছে বিম শো

দেখতে দেখতে চলে এসেছে বিপিএলের ফাইনাল। ১৬ ফেব্রুয়ারি মিরপুরের শের – ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের নবম আসরের ফাইনাল। আর এবারের ফাইনাল ম্যাচে থাকছে দারুণ চমক। ম্যাচের আগে থাকছে জেমসের কনসার্ট এবং ম্যাচের পরে থাকছে বিম শো। সব মিলিয়ে দারুণ জাঁকজমকভাবে পর্দা নামতে চলেছে বিপিএলের চলতি আসরের। বিপিএলের ফাইনাল নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি ) পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে এবার পারফর্ম করতে যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ” আমরা চেষ্টা করছি এবারের ফাইনাল ম্যাচে জেমসকে আনার। সঙ্গে ওয়ারফেজ এবং মাকসুদ ভাইও থাকবেন। প্রাথমিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা আশা করছি সমাপনী অনুষ্ঠানে ওনারাই পারফর্ম করবেন “। বিপিএলের আগের  আসরগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনি অনুষ্ঠানে বিদেশি শিল্পীদের দেখা গেলেও এবার দেশী শিল্পীদের ওপরেই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশের শিল্পীদের সঙ্গে বাইরের কাউকে আনা হবে কি না এ বিষয়েও  জানতে চাওয়া হয় বিসিবির প্রধান নির্বাহীর কাছে। এ বিষয়ে তিনি বলেন, ” আসলে এই মুহুর্তে বাইরের কাউকে আনা একটি চ্যালেঞ্জিং ব্যাপার  হয়ে যাবে। খুব সম্ভবত বাইরের কেউ থাকবে না। বিশেষ করে, বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। দেশের স্বনামধন্য সংগীত শিল্পীদেরই আনার চেষ্টা করা হচ্ছে। আসলে আমরা চাচ্ছি, আমাদের যারা জনপ্রিয় সংগীত শিল্পী আছেন তারাই এখানে পারফর্ম করুক। ” 

এদিকে বিপিএলের সৌন্দর্য বাড়াতে আরও থাকছে বিম শো। এই প্রসঙ্গে সুজন আরো  বলেন, ” এবারের বিপিএলে আতশবাজি তো থাকছেই। সেই সঙ্গে থাকছে বিম শো। বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে শুরু হবে কনসার্ট। ফাইনালের ম্যাচ সাড়ে ছয়টায়। তাই ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। আর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এরপরেই হবে বিম শো “। ফাইনাল ম্যাচের জন্য অবশ্য টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি। 

উল্লেখ্য, বিপিএলের এই মৌসুমে  ফাইনাল নিশ্চিত করেছে বিপিএলে সর্বোচ্চ তিন বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়ে সবার আগেই ফাইনালে পৌঁছে গেছে তারা। এদিকে মঙ্গলবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌছে গেছে মাশরাফির সিলেট। ১৬ তারিখ ফাইনালে তাই কুমিল্লা – সিলেট আবার মুখোমুখি হচ্ছে। দুই দলের অধিনায়কই ফাইনালে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।আর ক্রিকেট সমর্থকরা জমজমাট একটি ফাইনালের প্রত্যাশা করছেন।

 

 

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...