Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২২ নভেম্বর: নিউজিল্যান্ড বনাম ভারত (৩য় টি২০)

NZ vs IND

নিউজিল্যান্ড বনাম ভারত (৩য় টি২০) – হাইলাইটস

মঙ্গলবার নিউজিল্যান্ডের ম্যাকলিন পার্ক, নেপিয়ারে তিনটি টি২০ ম্যাচের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলার আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। মোটামোটি লক্ষ্যও দাড় করায় তারা। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির কারনে খেলা বিগ্নিত হয়। ফলে ডিএলএস পদ্ধতিতে টাই হয় সেই ম্যাচ। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন মোহাম্মদ সিরাজ ও ২য় ম্যাচের দুর্দান্ত ব্যাটিং দিয়ে ম্যান অফ দ্যা সিরিজের খেতাব জিতে নেন সূর্যকুমার যাদব। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে আরশদীপ সিংয়ের বলে এলবিডব্লিও হন ফিন অ্যালেন, করেছিলেন ৪ বলে ৩ রান। পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ড হারায় মার্ক চাপম্যানকেও (১২ বলে ১২ রান), যদিও টোটাল রান ছিল ৪৬ রান। নিউজিল্যান্ডকে এগিয়ে নেওয়ার কাজটি এরপর করেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের তৃতীয় উইকেট জুটি, দুজন মিলে ৬৩ বলে যোগ করেন ৮৬ রান। দুজন অবশ্য ফেরেনও ৬ বলের ব্যবধানে। 

৩৩ বলে ৫৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ আউট হন গ্লেন ফিলিপস। তার ৫৪ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। পরের ওভারে আরশদীপের বলে ডিপ মিডউইকেটে ঈশান কিষানের হাতে ধরা পড়েন ৪৯ বলে ৫৯ রান করা কনওয়ে। সাথে মেরেছিলেন ৫টি চার ও ২টি ছয়। 

নিউজিল্যান্ডের ইনিংসে এরপর নামে ধস। ৩০ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় স্বাগতিকেরা। ১৮তম ওভারে সিরাজ করেন জোড়া আঘাতজেমস নিশামের (০) পর সাজঘরে ফেরেন মিচেল স্যান্টনার (১)। আরশদীপের করা পরের ওভারে পরপর দুই বলে ফেরেন ড্যারিল মিচেল (১০) ইশ সোধি (০), হ্যাটট্রিক বলে রানআউট হন অ্যাডাম মিলনে (০)।

হার্শাল প্যাটেলের বলে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি (৬) বোল্ড হলে বল আগেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। শেষ ১৬ বলে আসে মাত্র একটি চার, উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে মাত্র ১৩ রান। শেষ পর্যন্ত ১০ রান এক্সট্রা সহ ১৬০ রান তলে তারা। 

ভারতের পক্ষে ৪ টি করে উইকেট নেন মোহম্মদ সিরাজ ও আরশদীপ সিং, যদিও মোহম্মদ সিরাজ মিতব্যয়ি ছিলেন। এছাড়া ১টি উইকেট নেন হার্ষাল প্যাটেল।

২য় ইনিংসে বৃষ্টি এসে ভারতের ব্যাটিং বন্ধ হয়ে যাওয়ার পর ডিএলএস পদ্ধতিতে টাই হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের শেষ টি-টোয়েন্টি। নেপিয়ারে ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা ভারত ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ৭৫ রান। ওই সময় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারতের ‘পার’ স্কোরই ছিল ৭৫, মানে জিততে গেলে তখন স্কোর থাকতে হতো ৭৫ রানের বেশি।

এরপর বৃষ্টি কমে এলেও খেলা শুরু হতে পারেনি, এর ফলে ম্যাচ হয়েছে টাই। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতেছিল ভারত, এর ফলে হার্দিক পান্ডিয়ার দল সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ডিএলএস পদ্ধতিতে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি টাই হলো। প্রথম এমন হয়েছিল জিব্রাল্টার ও মাল্টার ম্যাচে, গত বছর। অবশ্য ওয়ানডেতে এমন ঘটনা আছে তিনটি।

রানতাড়ায় ভারত অবশ্য চাপে পড়ে শুরুতেই। মিলনেকে তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ আউট হন কিষান (১০)। তৃতীয় ওভারে পরপর দুই বলে ঋষভ পন্ত (১১) ও শ্রেয়াস আইয়ারকে (০) সাজঘরে ফেরান সাউদি, টানা দ্বিতীয় ম্যাচে দাঁড়িয়ে যান হ্যাটট্রিকের সামনে। হার্দিক পান্ডিয়ার সামনে অবশ্য হ্যাটট্রিক বলটি ওয়াইড করেন সাউদি।

সেই পান্ডিয়াই এরপর করেন প্রতি–আক্রমণ। চতুর্থ ওভারে মিলনেকে চার মেরে শুরুটা অবশ্য করেছিলেন সূর্যকুমার যাদব, ওই ওভারে পান্ডিয়া মারেন আরও দুটি চার। পরের ওভারে ভারত অধিনায়ক চড়াও হন নিউজিল্যান্ড অধিনায়ক সাউদির ওপর, চারের পর আসে ছক্কা। পাওয়ারপ্লের শেষ ওভারে কবজির দারুণ ব্যবহারে লকি ফার্গুসনকে ছক্কা মারেন আগের ম্যাচে সেঞ্চুরি করা সূর্যকুমার, ৬ ওভারে ভারত তোলে ৫৮ রান। 

এরপর সূর্যকুমারকে সাজঘরে ফিরিয়ে পরের ওভারেই ২২ বলে ৩৯ রানের ঝোড়ো জুটি ভাঙেন সোধি। ওই উইকেটের পর সোধির সঙ্গে অন্য প্রান্তে আসা মিচেল স্যান্টনার ভারতের রানের গতি একটু কমিয়ে আনেন, পাওয়ারপ্লের পরের ৩ ওভারে আসে ১৭ রান। নবম ওভার শেষে নামে বৃষ্টি, যেটির কারণে খেলা শুরু হতে পারেনি আর। 


নিউজিল্যান্ড বনাম ভারত এর স্কোরবোর্ড

নিউজিল্যান্ড – ১৬০/১০ (১৯.৪)

ভারত – ৭৫/৪ (৯.০)    

ফলাফল – ম্যাচ টাই (ডিএলএস পদ্ধতিতে দলের স্কোর সমান)   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মোহাম্মদ সিরাজ

প্লেয়ার অফ দ্য সিরিজ – সূর্যকুমার যাদব


নিউজিল্যান্ড বনাম ভারত


নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচের একাদশ

নিউজিল্যান্ড টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন
ভারত হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মোহম্মদ সিরাজ, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...