Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২০ নভেম্বর: নিউজিল্যান্ড বনাম ভারত (২য় টি২০)

ক্রিকেট হাইলাইটস, ২০ নভেম্বর: নিউজিল্যান্ড বনাম ভারত (২য় টি২০)

নিউজিল্যান্ড বনাম ভারত (২য় টি২০) – হাইলাইটস

রবিবার নিউজিল্যান্ডের বে ওভাল, মাউন্ট মঙ্গানুইতে তিনটি টি২০ ম্যাচের ২য় টিতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। বৃষ্টি বিগ্নিত সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে বিশাল এক লক্ষ্য দাড় করায় ভারত। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে হার নিয়ে বিদায় নেন তারা। অন্যদিকে বৃষ্টির কারনে প্রথম ম্যাচ বাদ হয়ে যাওয়ার পর, ২য় ম্যাচে জিতে সিরিজ জয়ের দিকে এক ধাপ এগিয়ে যায় ভারত। এছাড়া তাদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার খেতাব জিতে নেন সূর্যকুমার যাদব।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে হ্যাটট্রিক হয়েছে ৪০টি, সেঞ্চুরি ছিল ১০৪টি। ৪১তম হ্যাটট্রিক ও ১০৫তম সেঞ্চুরিটি হলো বিশেষ কিছুই। এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই ম্যাচে সেঞ্চুরির সঙ্গে দেখা গেল হ্যাটট্রিকও, সেটিও একই ইনিংসে। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ড ও ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টির প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব ও হ্যাটট্রিক করেছিলেন টিম সাউদি।

রোমাঞে ভরা এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন নিউজিল্যান্ড এবং ভারত কে পাঠান ব্যাটিং করতে। আগে ব্যাট করতে নেমে ঈশান কিষান রিশভ পান্তের উদ্বোধনী জুটিতে ৩৬ রান তোলে ভারত। ১৩ বলে খেলে মাত্র রান করেন পান্ত। ৩১ বলে ৩৬ রান করেন কিষান। সাথে মেরেছিলেন ৫টি চার ও ১টি ছয়। ভারতের ইনিংসে এরপর পুরোটাই সূর্যকুমার শো। রোহিত শর্মাকোহলিরা এই সিরিজে বিশ্রামে থাকায় স্পটলাইট পুরোটাই তার ওপর। আর মঞ্চটা এদিন যেন তার দুর্দান্ত ব্যাটিং শৈলী দেখানোর জন্যই প্রস্তুত ছিল। তাই তো মাত্র ৪৯ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ভারতের ইনিংসের ১৯১ রানের মধ্যে সূর্যকুমারেরই অবদান ১১১ রান। বাকিরা মিলে করেছে ৮০ রান। 

শেষ পর্যন্ত ৫১ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন সূর্য। ১১ চার ছয়ে তিনি এই ইনিংসটি খেলেন। এছাড়া শ্রেয়াস আইয়ার করেন ১৩ রান, হার্দিক পান্ডিয়া করেন ১৩ রান, দীপক হুডা ০, ওয়াশিংটন সুন্দর ০, এবং ভুবনেশ্বর কুমার করেন ১ রান। শেষে ১১ রান এক্সট্রা সহ ১৯১ রান করেন তারা। 

সেঞ্চুরির পর টিম সাউদির হ্যাটট্রিক। ২০তম ওভারে বল করতে এসে সাউদি তৃতীয় বলে ফেরান হার্দিক পান্ডিয়াকে। পরের বলেই দীপক হুদাকে পাঠান সাজঘরে। ওভারের পঞ্চম বলে ক্যাচ আউট হন ওয়াশিংটন সুন্দর। এছাড়া নিউজিল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন লকি ফার্গুসন ও ১টি উইকেট নেন ইশ সোধি।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে ফেরান ভূবনেশ্বর কুমার। এরপর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের ইনিংস। ৫২ বলে দলীয় সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ২৫ রান করেন ডেভন কনওয়ে। কিউয়িদের তিনজন ব্যাটার ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ১৮. ওভারে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারত ম্যাচ জিতে নেয় ৬৫ রানের বড় ব্যবধানে। 

ম্যাচের সিরিজের প্রথমটি বাদ যাওয়ার পর এই ম্যাচ জিতে ব্যবধানে লিড নিলো ভারত। সিরিজের শেষ ম্যাচটি তাই এখন নিউজিল্যান্ডের সিরিজ বাঁচানোর ম্যাচ।

ভারতে পক্ষে ২. ওভার বল করেই মাত্র ১০ রান দিয়ে উইকেট নিয়েছেন দীপক হুদা। এছাড়া ২টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও মোহম্মদ সিরাজ। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও ওয়াশিংটন সুন্দর। 


নিউজিল্যান্ড বনাম ভারত এর স্কোরবোর্ড

নিউজিল্যান্ড – ১২৬/১০ (১৮.৫)

ভারত – ১৯১/৬ (২০.০)    

ফলাফল – ভারত ৬৫ রানে জয়ী   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – সূর্যকুমার যাদব


ক্রিকেট হাইলাইটস, ২০ নভেম্বর: নিউজিল্যান্ড বনাম ভারত (২য় টি২০)


নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচের একাদশ

নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, জেমস নিশাম, ড্যারিল মিচেল, ইশ সোধি, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, লকি ফার্গুসন
ভারত হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, মোহম্মদ সিরাজ, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...