Skip to main content

দল নিয়ে  আফ্রিদির সঙ্গে কথাই হয়নি বাবরের

দল নিয়ে  আফ্রিদির সঙ্গে কথাই হয়নি বাবরের

দীর্ঘ দেড় যুগ পর পাকিস্তানের মাটিতে খেলতে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাও আবার অনেক কাঠখড় পুড়িয়ে। এর আগে একবার সফরে গিয়েও নিরাপত্তার অজুহাতে খেলার আগমুহূর্তে দেশে ফিরে যান কিউইরা। এবার মাঠে গড়িয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। শুরুতেই দুই টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। এদিকে ওয়ানডে সিরিজ শুরুর আগেই শহিদ আফ্রিদি এবং বাবর আজমের ঘটনায় সমালোচনা শুরু হয়েছে  পাকিস্তানের ক্রিকেটে ।

বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আফ্রিদি। তাই তো, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ওয়ানডে সিটিজের দলও ঘোষণা করার কথা তার। কিন্তু এখন পর্যন্ত দল ঘোষণা নিয়ে অধিনায়ক বাবর আজম এবং কোচ সাকলাইন মোশতাকের সঙ্গে কোনো আলোচনাই করেননি নির্বাচক আফ্রিদি। অথচ নিয়ম অনুযায়ী , দল ঘোষণার আগে অধিনায়ক এবং কোচের সঙ্গে বৈঠক হয় নির্বাচকের। এরপর থেকেই আলোচনা সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে। প্রশ্ন উঠেছে  আফ্রিদির সাথে কি তবে বাবরের দূরত্ব রয়েছে? 

টেস্ট চলাকালীন সময়ে ওয়ানডে দল নিয়ে বাবরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে পরে কথা বলবেন। বাবর তখন সাংবাদিকদের বলেন, ” বর্তমানে  টেস্ট সিরিজ চলছে। আমাদের পুরো মনোযোগ টেস্ট নিয়ে। ওয়ানডে সিরিজের দল নিয়ে কথা বলার জন্য, এটি উপযুক্ত সময় নয়। যখন ওয়ানডে সিরিজ শুরু হবে, তখন কি হচ্ছে এবং দলে কারা থাকছেন সবকিছু জানতে পারবেন। আপাতত টেস্ট নিয়েই ভাবতে চাই আমরা। সবার ফোকাস এদিকেই “। 

এদিকে বোর্ডের সাম্প্রতিক রদবদলে দল কিংবা অধিনায়কের ওপর প্রভাব পড়ছে কি না, সেই প্রশ্নের উত্তরও দেন বাবর। পাকিস্তানি অধিনায়ক বলেন, ” আমরা পেশাদার ক্রিকেটার।  যে কোন পরিস্থিতিতে আমরা খেলোয়াড়রা চেষ্টা করছি, মানিয়ে নিতে। বোর্ডের রদবদলে যেন দলে প্রভাব না পড়ে সেই ব্যাপারে আমরা সচেতন। আমাদের কাজ, মাঠে পারফর্ম করা। বাইরে কি ঘটছে, তাতে মনোযোগ দিলে পারফরম্যান্স খারাপ হবে। আমাদের পুরো মনোযোগ এখন নিউজিল্যান্ড সিরিজে। মাঠের বাইরের ব্যাপার নিয়ে আমরা ভাবছিনা “।

উল্লেখ্য, কিছুদিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে নাকানিচুবানি খাওয়ার পর টনক নড়েছে পাকিস্তানের। বরখাস্ত হয়েছেন বোর্ড সভাপতি রমিজ রাজা। তার বদলে দায়িত্ব নেওয়ার পর, গোটা প্রশাসনকে ঢেলে সাজাচ্ছেন নাজাম শেঠি। তারই অংশ হিসেবে পুরনো সব কমিটি বাতিল করে দিচ্ছেন নতুন সভাপতি। ইতোমধ্যে প্রায় অনেকগুলো পদে পুরনোদের বাদ নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো আজকের ট্রেন্ডিং

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...