Skip to main content

ডিআরএস বিহীন বিপিএলে, চ্যাম্পিয়নদের প্রাইজমানি ২ কোটি টাকা

ডিআরএস বিহীন বিপিএলে, চ্যাম্পিয়নদের প্রাইজমানি ২ কোটি টাকা

নতুন বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে বিপিএলের নবম আসর। আর গত আসরের তুলনায় এই আসরের প্রাইজমানি থাকবে দ্বিগুণ। তবে আগের আসরের মতো এই আসরের শুরুতে থাকবে না ডিআরএস ( ডিসিশন রিভিউ সিস্টেম )। তবে ডিআরএসবিহীন বিপিএলে এবার প্রাইজমানি দ্বিগুন করে করা হয়েছে ৪ কোটি টাকা। 

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা শুধু পেয়েছিল  ১ কোটি  টাকা। রানার্সআপ দল ফরচুন বরিশাল পেয়েছিল ৫০ লাখ টাকা। তবে এই আসরে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দুই দলই পাবে কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে গতবারের দ্বিগুন ২ কোটি টাকা এবং রানার্সআপ দল পাবে গতবারের দ্বিগুন ১ কোটি টাকা। 

বিসিবির এক  সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ” এবারের বিপিএলে বেশ কিছু পরিবর্তন হবে। আগের তুলনায় প্রাইজমানি বাড়ছে, চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে। আরো কিছু ব্যাপারে আলোচনা চলছে “।

গত আসরে ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসান পেয়েছিলেন ১ লাখ ৭০ হাজার টাকার কাছাকাছি। তবে এ আসরে বাড়বে এই প্রাইজমানিও। এই পুরস্কার প্রায় পাঁচ গুন বাড়ানো হবে জানিয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ” ম্যান অব দ্য সিরিজকে ( টুর্নামেন্ট সেরা খেলোয়াড় )  ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া সহ এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি। “

ডিআরএস বিপিএলের শুরুতে না থাকলেও শেষের দিকে থাকবে বলে আশাবাদী মল্লিক। তিনি আরো  বলেন, ” বিপিএলে  ডিআরএসের থাকার ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। এলিমিনেটর ম্যাচে আর ফাইনালে কমপ্লিট ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি “। তবে বিপিএল আসরে ডিআরএস  শুরু থেকেই কেন থাকবেনা এটা নিয়েও প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেটে। 

গোটা বিশ্বে ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকার কারনেই টুর্নামেন্টের পুরোটা সময় ডিআরএস রাখা সম্ভব হবে না বলে দাবী করেন মল্লিক। তিনি আরো বলেন, ”  এই সময় সারা বিশ্বে  সব জায়গায় খেলা হচ্ছে। ডিআরএস এর জন্য দুইটা কোম্পানি এভেইলেবল থাকে,  হক আই আর ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই সাধারণত অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ডের ওখানে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে থাকবে সেটা “।

উল্লেখ্য, বিপিএলের নবম আসর মাঠে গড়াচ্ছে ৬ জানুয়ারি। টুর্নামেন্টে অংশগ্রহন করবে মোট ৭ টি দল। ফাইনাল হবে ফেব্রুয়ারিতে। বিপিএল নিয়ে গত আসর গুলোতে বিতর্ক থাকলেও এবার বিতর্ক মুক্ত  বিপিএল করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরো আজকের ট্রেন্ডিং

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের বিবর্তন: ২০ ওভারে গেমটিকে পুনরায় সংজ্ঞায়িত করা

ক্রিকেটের গতিশীল বিশ্বে, টি-টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ক্রিকেট একটি উত্তেজনাপূর্ণ ফর্ম্যাট হিসাবে আবির্ভূত হয়েছে যা মাত্র ২০ ওভারে খেলাটিকে পুনরায় সংজ্ঞায়িত করে। ২০০৫ সালে এর সূচনা হওয়ার পর থেকে, টি-টোয়েন্টি আন্তর্জাতিকগুলি...

আইপিএল তারকাদের অসাধারণ যাত্রা এবং আন্ডারডগ থেকে ক্রিকেট আইকন!

আইপিএল তারকাদের অসাধারণ যাত্রা এবং আন্ডারডগ থেকে ক্রিকেট আইকন!  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট প্রতিভার জন্য একটি প্রজনন ক্ষেত্র হয়েছে, অনেক খেলোয়াড়কে আপেক্ষিক অস্পষ্টতা থেকে খেলার শীর্ষে নিয়ে যায়। বছরের...

ক্রিকেটের সেরা: আইপিএল ইতিহাসের সবচেয়ে আইকনিক ম্যাচগুলির মুহূর্তগুলি চিরকালের জন্য ক্রিকেট ইতিহাসে লেখা!

ক্রিকেটের সেরা: আইপিএল ইতিহাসের সবচেয়ে আইকনিক ম্যাচগুলির মুহূর্তগুলি চিরকালের জন্য ক্রিকেট ইতিহাসে লেখা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সবচেয়ে আইকনিক মুহূর্তগুলির জন্য একটি প্রজনন ক্ষেত্র হয়েছে, রোমাঞ্চকর ম্যাচগুলি যা বিশ্বব্যাপী...

আইপিএলের জন্ম ও বিবর্তন: ক্রিকেটের প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের উৎপত্তির সন্ধান!

আইপিএলের জন্ম ও বিবর্তন ক্রিকেটের প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের উৎপত্তির সন্ধান! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটীয় দক্ষতা এবং বিনোদন দর্শনের সংমিশ্রণের প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠার পর থেকে, এটি বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের কল্পনাকে...