Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৭ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ২৭) – লন্ডন স্পিরিট বনাম ওভাল ইনভিনসিবলস

The Hundred 2022 (Match 27) Highlights – London Spirit vs Oval Invincibles - ft

The Hundred 2022 (Match 27) Highlights – লন্ডন স্পিরিট বনাম ওভাল ইনভিনসিবলস

লন্ডন স্পিরিট বনাম ওভাল ইনভিনসিবলস (ম্যাচ ২৭) – হাইলাইটস

দ্য হান্ড্রেড ২০২২ এর ২৭তম ম্যাচে শনিবার লন্ডনের লর্ডসে লন্ডন স্পিরিট এর বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৬ উইকেটের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে ওভাল ইনভিনসিবলস। আগ্রাসী বোলিংয়ে ৩ উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন স্যাম কুরান।

লন্ডন স্পিরিট এর অধিনায়ক এউইন মরগান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং ওভাল ইনভিনসিবলসকে বোলিং করতে পাঠান। ব্যাট করতে ওভাল ইনভিনসিবলসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ১০০ বলে ৭ উইকেট হারিয়ে ১২২ রান তুলতে সমর্থ হয় লন্ডন স্পিরিট।

ব্যাটিংয়ে নেমে বোলারদের আগ্রাসী বোলিংয়ে শুরু থেকেই চাপে থাকে লন্ডন স্পিরিট। যার প্রভাবে পাওয়ার প্লে’র ২৫ বলে ১ উইকেট হারিয়ে মাত্র ১১ রান তুলতে পারে তাঁরা। শুরুতেই দলীয় ৮ রানে পিটার হ্যাটজোগ্লো’র বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার বেন ম্যাকডারমট (০)।

এরপর ওয়ান ডাউনে উইকেটে আসেন জশ ইংলিশ। তবে তিনিও খুব একটা ভালো সুবিধা করতে পারেননি। ৮ বলে মাত্র ৩ রান করে তিনি আউট হয়ে যান। এরপর ড্যানিয়েল লরেন্স এবং অ্যাডাম রেসিংটন দলের হাল ধরেন। ৩য় উইকেটে দুজনের ৪৫ রানের জুটির সুবাদেই ৩৫ বলে দলীয় ৫০ রান অতিক্রম করতে পারে লন্ডন স্পিরিট।

তবে এরপরই লন্ডন স্পিরিট শিবিরে আঘাত হানেন স্যাম কুরান। দলীয় ৫৮ রানে তিনি ওপেনার অ্যাডাম রেসিংটনকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ফেরার আগে তিনি দলের পক্ষে ৪ চার ও ১ ছক্কায়, ২২ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। কিছুক্ষণ পর লরেন্সও ১৪ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেন। অধিনায়ক মরগান দুর্ভাগ্যবশত ৬ বলে ৫ রান করে রান-আউট হন।

৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়া লন্ডন স্পিরিট এরপর রবি বোপারা এবং জর্ডান থমাসের ৪৩ রানের জুটির সৌজন্যে শেষ পর্যন্ত ১২২ রানের স্কোর তুলতে সমর্থ হয়। বোপারা ১৯ রান এবং জর্ডান ২৭ রান করেন।

ওভাল ইনভিনসিবলসের হয়ে স্যাম কুরান ২০ বলে মাত্র ১৬ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। তার ভাই টম কুরান উইকেট না পেলেও তিনিও ২০ বল করে মাত্র ১৬ রান খরচ করেন। এছাড়া পিটার হ্যাটজোগ্লো, উইল জ্যাকস এবং ম্যাট মিলনেস ১টি করে উইকেট তুলে নেন।

১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করেন ওভাল ইনভিনসিবলসের দুই ওপেনিং ব্যাটার উইল জ্যাকস এবং জর্ডান কক্স। তাঁরা দুজন মিলে পাওয়ার প্লে’র ২৫ বলে ৩৩ রান তুল নেন। এর পরের বলে কক্স ৯ রান করে সাজঘরে ফিরে গেলে উইকেটে আসেন রাইলি রুশো।

২য় উইকেটে তাদের ৪১ বলে ৫৮ রানের জুটিটি জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ৯১ রানে রুশো ২২ বলে ২৪ রান করে আউট হলেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জ্যাকস। ৫ চার ও ২ ছক্কায়, ৩২ বলে ফিফটি করেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফিরেন এই ওপেনার। স্যাম কুরান ৬ রান করেন।

তবে শেষে টম কুরান (৯ বলে ১৯) এবং অধিনায়ক স্যাম বিলিংসের (১ বলে ৪) ঝড়ো ইনিংসের সৌজন্যে মাত্র ৪ উইকেট হারিয়ে ৮৬ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওভাল ইনভিনসিবলস। লন্ডন স্পিরিটের হয়ে জর্ডান থম্পসন সর্বাধিক ২টি এবং নাথান এলিস ও লিয়াম ডসন ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে ওভাল ইনভিনসিবলস। অপরদিকে পরাজিত হয়ে লন্ডন স্পিরিট এখন পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে।


লন্ডন স্পিরিট বনাম ওভাল ইনভিনসিবলস এর স্কোরবোর্ড

লন্ডন স্পিরিট – ১২২/৭ (১০০)

ওভাল ইনভিনসিবলস – ১২৪/৪ (৮৬)

ফলাফল – ওভাল ইনভিনসিবলস ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – স্যাম কুরান


The Hundred 2022 (Match 27) Highlights – Lলন্ডন স্পিরিট বনাম ওভাল ইনভিনসিবলস - 2


লন্ডন স্পিরিট বনাম ওভাল ইনভিনসিবলস ম্যাচের একাদশ

লন্ডন স্পিরিট এউইন মরগান (অধিনায়ক), অ্যাডাম রেসিংটন (উইকেট রক্ষক), জশ ইংলিশ, বেন ম্যাকডারমট, ড্যানিয়েল লরেন্স, রবি বোপারা, লিয়াম ডসন, জর্ডান থম্পসন, নাথান এলিস, ম্যাসন ক্রেন এবং ক্রিস উড।
ওভাল ইনভিনসিবলস স্যাম বিলিংস (অধিনায়ক ও উইকেট রক্ষক), উইল জ্যাকস, জর্ডান কক্স, রাইলি রুশো, স্যাম কুরান, হিলটন কার্টরাইট, পিটার হ্যাটজোগ্লো, টম কুরান, ম্যাট মিলনেস, প্যাট্রিক ব্রাউন এবং নাথান সোটার।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...