Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০৯ জানুয়ারি: বিবিএল ২০২১/২২ (ম্যাচ ৪২), নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (২য় টেস্ট – ১ম দিন), অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (৪র্থ টেস্ট – ৫ম দিন)

বিবিএল ২০২১/২২ এর ৪২তম ম্যাচ সিডনি সিক্সার্স এবং পার্থ স্কর্চার্সের মধ্যে, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে ২য় টেস্টের ১ম দিন এবং অ্যাশেজ ২০২১/২২ এর ৪র্থ টেস্টের শেষ দিন গতকাল মাঠে গড়িয়েছে। 

বিবিএল ২০২১/২২ – ম্যাচ ৪২ (সিডনি সিক্সার্স বনাম পার্থ স্কর্চার্স)

বিবিএল ২০২১/২২ এর ৪২তম ম্যাচে কফস হারবারের সি.এক্স কফস আন্তর্জাতিক স্টেডিয়ামে অ্যাশটন টার্নারের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে পার্থ স্কর্চার্স। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে সিক্সার্স।

সিক্সার্সের হয়ে ড্যান ক্রিশ্চিয়ান ২০ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। এছাড়া ২২ বলে ৩২ রান করেন উইকেট রক্ষক ব্যাটার জশ ফিলিপ। স্কর্চার্সের হয়ে অ্যাশটন অ্যাগার সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া পিটার হাটজোগ্লো ও ম্যাথু কেলি ১টি করে উইকেট তুলে নেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কর্চার্স। দলের হয়ে ৭ চার ও ২ ছক্কায়, ৪১ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক অ্যাশটন টার্নার। এছাড়া অ্যারন হার্ডি ৩১ বলে ৩৫ রান করেন। সিক্সার্সের পক্ষে বেন দ্বারশুইস সর্বাধিক ২টি উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে পার্থ স্কর্চার্স। অপরদিকে পরাজিত হয়ে সিডনি সিক্সার্স এখন পয়েন্ট টেবিলের ৩য় স্থানে রয়েছে।

স্কোরবোর্ড

সিডনি সিক্সার্স – ১৫১/৪ (২০.০)

পার্থ স্কর্চার্স – ১৫২/৫ (১৯.০) 

ফলাফল – পার্থ স্কর্চার্স ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অ্যাশটন টার্নার


নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (২য় টেস্ট – ১ম দিন)

ক্রাইস্টচার্চে সিরিজের ২য় টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভারে ১ উইকেটে হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন টম ল্যাথাম (১৮৬*)। তার সঙ্গী ডেভন কনওয়ে ৯৯ রানে অপরাজিত আছেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম এবং উইল ইয়ং। দুজনে মিলে ১৪৮ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন। কিন্তু পেসার শরিফুল ইসলামের শিকার হয়ে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফিরেন উইল ইয়ং। এরপরই ১৭ বাউন্ডারির সাহায্যে ১৩৩ বলে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

এরপর শত চেষ্টা করেও আর কোন উইকেট তুলে নিতে পারেনি সফরকারীরা। ল্যাথাম ও কনওয়ে দিন শেষে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন। দিনের শেষ ওভারে ডেভন কনওয়ের সেঞ্চুরির সম্ভাবনা দেখা গেলেও তা আর হয়নি। তিনি ১৪৮ বলে ১০ চার ১ ছক্কায় ৯৯* রানে অপরাজিত আছেন। অপরদিকে অধিনায়ক টম ল্যাথাম ২৭৮ বলে ২৮ বাউন্ডারিতে ১৮৬ রানে অপরাজিত আছেন।

স্কোরবোর্ড

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৩৪৯/১ (৯০.০)


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (৪র্থ টেস্ট – ৫ম দিন)

চতুর্থ দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৩০ রান সংগ্রহ করা ইংল্যান্ড ক্রিকেট দল, ক্রিজে থাকা জ্যাক ক্রলি (২২) ও হাসিব হামিদকে (৮) নিয়ে পঞ্চম দিন সকালে মাঠে নামে। ৩৮৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্কট বোল্যান্ডের শিকার হয়ে প্রথমেই সাজঘরে ফিরেন হামিদ (৯)।

তবে জ্যাক ক্রলি ১০০ বলে ৭৭ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তবে তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। ৯৬ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক জো রুট এবং অলরাউন্ডার বেন স্টোকস ১৫২ বলে ৬০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

রুটের (২৪) বিদায়ের পর পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো এবং স্টোকস ৯৯ বলে ৩৭ রানের জুটি গড়ে তোলেন। ১২৩ বলে ৬০ রান করে নাথান লায়নের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন স্টোকস। দলীয় ১৯৩ রানে উইকেট হারানোর পর ইংলিশরা ম্যাচ ড্রয়ের চেষ্টা শুরু করে দেয়। অষ্টম ব্যাটার হিসেবে জনি বেয়ারস্টো (৪১) সাজঘরে ফেরার পর সেই চেষ্টা ব্যর্থ হওয়ার জোগাড় হয়। তখনই অবিশ্বাস্য ব্যাটিং স্কিল দেখায় ইংল্যান্ডের লোয়ার অর্ডার। জ্যাক লিচ (২৬) এবং পেস তারকা স্টুয়ার্ট ব্রড (*) নবম উইকেটে ৫২ বলে ৩৩ রানের জুটি গড়েন।

পার্টটাইম বোলার স্টিভেন স্মিথের বলে লিচ আউট হতেই অস্ট্রেলিয়া শিবিরে উল্লাস শুরু হয়। দিনের তখনো ১২ বল বাকি। ১১ নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে আসেন ইংল্যান্ডের পেস সুপারস্টার জেমস অ্যান্ডারসন ( বলে *) দুজনে মিলে ১২ বল কাটিয়ে দেন। যার ফলে অবিশ্বাস্য এক ড্র এর দেখা পায় ইংল্যান্ড। ম্যাচ ড্র হলেও টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন উসমান খাজা। এছাড়া অ্যাশেজে চার ম্যাচ শেষে এখন অস্ট্রেলিয়া ৩-০তে এগিয়ে রয়েছে। 

স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৪১৬/৮ (ডি) (১৩৪.০)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৯৪/১০ (৭৯.১)

অস্ট্রেলিয়া (২য় ইনিংস) – ২৬৫/৬ (ডি) (৬৮.৫)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ২৭০/৯ (১০২.০)

ফলাফল – ম্যাচ ড্র

প্লেয়ার অফ দ্য ম্যাচ – উসমান খাজা

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...