Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০৭ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (৫ম টি২০)

WI vs IND

 ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (৫ম টি২০) – হাইলাইটস

সফরকারী ভারত সিরিজ নিশ্চিত করে ফেলেছিল গত ম্যাচেই। তাই শেষ ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাসহ চার ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল ভারত। তবু জয় পেতে কোনো সমস্যা হয়নি তাদের। উল্টো ইতিহাস গড়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন সফরকারী দল।

ফ্লোরিডার লডারহিলে রবিবার (৭ আগস্ট) ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ফলে স্বাগতিকদের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফরকারীরা।

ক্যারিবীয়দের সব কটি উইকেট শিকার করেন ভারতের তিন স্পিনার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও রবি বিষ্ণোয়। সেই সাথে টি২০ ক্রিকেটে প্রথমবারের মতো প্রতিপক্ষের দশ উইকেটের সবগুলো শিকার করেছেন স্পিনাররা।

বিষ্ণোয় ২.৪ ওভার বল করে ১৬ রানের বিনিময়ে শিকার করেন ৪ উইকেট। ৪ ওভার বলে করে মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন কুলদীপ। অন্যদিকে ৩ ওভার বল করে ১৫ রান খরচায় ৩ উইকেট তুলে নেন অক্ষর।

ক্যারিবীয়দের ইনিংসে শুরুতে আঘাতটা হানেন অক্ষর। তার স্পিনে পরাস্ত হয়ে একে একে বিদায় নেন জেসন হোল্ডার (০), শামারহ ব্রুকস (১৩) ও ডেভন থমাস (১০)। পরের চার উইকেট ভাগ করে নেন কুলদীপ ও বিষ্ণোয়। নিকোলাস পুরান ৬ বলে ৩, রভম্যান পাওয়েল ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। রানের খাতা খোলার সুযোগই পাননি কিমো পল।

ডমিনিক ড্র্যাকস রানের খাতা খুললেও ক্রিজে টিকতে পারেননি। সাজঘরে ফিরেছেন ২ বলে ১ রান করে। এক প্রান্ত আগলে রেখে অবশ্য একাই লড়াই চালিয়ে গেছেন শিমরন হেটমায়ার। হাঁকিয়ে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক রানের ইনিংস।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে কোনো আশা না পেয়ে শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হয় ৩৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে। ৫ চারের সঙ্গে ৪টি ছক্কার মার আসে তার ব্যাট থেকে। তাকে সাজঘরে ফেরান বিষ্ণোয়। সেই সাথে থেমে যায় ক্যারিবীয়দেরও ইনিংস।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে ভারতের দুই শর কাছাকাছি রান সংগ্রহে বড় ভূমিকা রাখেন শ্রেয়াস আইয়ার, দীপক হুদা ও হার্দিক পান্ডিয়া।

ভারতের হয়ে ৪০ বল মোকাবিলায় ৬৪ রান করেন শ্রেয়াস আইয়ার। তার ব্যাট থেকে ৮ চারের সঙ্গে আসে ২টি ছক্কার মার। এ ছাড়া ৩ চার ও ২ ছক্কায়, ২৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন দীপক হুডা। সমান ২ চার ও ছক্কায়, ১৬ বলে ২৮ রান আসের ঝড়ো ইনিংস আসে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। আর তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৮৮ রান।

ক্যারিবীয়দের হয়ে ৩৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ওডিন স্মিথ। এছাড়া ডমিনিক ড্রেকস, হেইডেন ওয়ালশ ও জেসন হোল্ডার ১টি করে উইকেট তুলে নেন।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি হার্দিক পান্ডিয়ার দল জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। প্রথম ৩টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে নড়বড়ে করে দেওয়া অক্ষর প্যাটেল প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এছাড়া প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ৫ ম্যাচে ওভারপ্রতি গড়ে ৬.৫৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করা আর্শদীপ সিং।


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত এর স্কোরবোর্ড

ভারত১৮৮/৭ (২০.০)

ওয়েস্ট ইন্ডিজ – ১০০/১০ (১৫.৪)

ফলাফল – ভারত ৮৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অক্ষর প্যাটেল

প্লেয়ার অফ দ্য সিরিজ – আর্শদীপ সিং


 ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), ডেভন থমাস (উইকেট রক্ষক), শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শামারহ ব্রুকস, ওডিন স্মিথ, ডমিনিক ড্রেকস, কিমো পল, ওবেদ ম্যাককয়, রোভম্যান পাওয়েল এবং হেইডেন ওয়ালশ।
ভারত হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), ইশান কিশান, সঞ্জু স্যামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার, কুলদীপ যাদব, রবি বিষ্ণোয়, আবেশ খান, এবং আর্শদীপ সিং।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...