Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৭ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (১ম ওডিআই)

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (১ম ওডিআই) – হাইলাইটস

গতকাল, তিন ম্যাচের ওডিআই সিরিজের ১ম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাটিং করে ২০০-এর কাছাকাছি পুঁজি দাড় করায় নিউজিল্যান্ড এবং লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু পরে ব্যাটিং-এ নেমে নির্ধারিত সেই ৫০ ওভার শেষ হওয়ার অনেক আগেই উইকেট হাতে রেখে ম্যাচ নিজেদের করে নেয় তারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয় শামার ব্রুকস এবং সিরিজ জয়ের আগে দিকে এক ধাপ এগিয়ে যায় তারা।  

চলতি বিশ্বকাপ সুপার লিগে একমাত্র দল হিসেবে অজেয় ছিল নিউজিল্যান্ড। নিজেদের প্রথম তিন সিরিজের নয় ম্যাচের সবকয়টি জিতে পয়েন্টের সেঞ্চুরির দিকে এগোচ্ছিল বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা। তাদেরকে দশম ম্যাচে গিয়ে অবশেষে পরাজয়ের স্বাদ দিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

বার্বাডোজের কেনসিংটন ওভালে বুধবার বাংলাদেশ সময় রাতে হওয়া ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ২০১৪ সালের পর প্রথমবারের মতো ওয়ানডেতে কিউইদের বিপক্ষে জয়ের দেখা পেলো ক্যারিবীয়রা। একইসঙ্গে সুপার লিগে নবম জয়ে সরাসরি বিশ্বকাপ খেলার আশাও বাঁচিয়ে রাখলো তারা।

ম্যাচটিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড অলআউট হয় মাত্র ১৯০ রানে। বারবার বৃষ্টির বাগড়া পড়া ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের প্রায় সব ব্যাটারই ভালো শুরুর পর আর ইনিংস বড় করতে পারেননি। যে কারণে দলীয় সংগ্রহটাও ২০০ ছাড়ায়নি। উল্টো ইনিংসের ২৮ বল বাকি থাকতেই গুটিয়ে গেছে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৫০ বলে খেলে সাথে ৪ টি চারও মেরেছিলেন তিনি। এছাড়া মাঠ ছাড়ার আগে মাইকেল ব্রেসওয়েল ৩৩ বলে করেছিলেন ৩১ রান,যেখানে ছিল ৫টি চারের মার। ৩ চারের সাহায্যে ৩৮ বলে ২৫ রান করেছেন মিচেল স্যান্টনার। ফিন অ্যালেন ২৪ বল খেলে ২ চার ও ২ ছয়ের সাহায্যে করেছেন ২৫ রান। ৩৯ বল খেলে ৩ টি চার মেরে ২৪ রান করেছেন মার্টিন গাপটিল।

এছাড়া ড্যারেল মিচেল ২০, টিম সাউদি ১২, টম ল্যাথাম ১২, ডেভন কনওয়ে ৪, লকি ফার্গুসন ০ ও ট্রেন্ট বোল্ট ১ রান করেছেন। মূলত ব্রেসওয়েল ও স্যান্টনারের ৪০ রানের সপ্তম উইকেট জুটিতেই দুইশ ছুঁইছুঁই সংগ্রহ পেয়েছে কিউইরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ১০ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার আকিল। তরুণ পেসার আলজারি ৩ উইকেট নিতে খরচ করেছেন ৩৬ রান। অভিজ্ঞ জেসন হোল্ডার ৮ ওভারে ৩৯ রানে নিয়েছেন দুই উইকেট। এছাড়া দুই অভিষিক্ত কেভিন সিনক্লেয়ার ও ইয়ানিক কারিয়াহর শিকার একটি করে উইকেট।

২য় ইনিংসে জবাবে ৫ উইকেট হারালেও ১১ ওভার আগেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ে আকিল হোসেন, আলজারি জোসেফ ও ব্যাটিং শামার ব্রুকস বুক চেতিয়ে লড়ে দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়।

রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না ক্যারিবীয়দের। মাত্র ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে খানিক চাপেই পড়েছিল তারা। চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে জয়ের পথ সুগম করেন শামার ব্রুকস ও অধিনায়ক নিকোলাস পুরান। নিজের ৫০তম ওয়ানডে খেলতে নামা পুরান করেন ২৮ রান।

তবে একপাশ ধরে রেখে দলের জয় প্রায় নিশ্চিত করেই সাজঘরে ফেরেন শামার ব্রুকস। তার ব্যাট থেকে আসে ৯ চার ও ১ ছয়ের মারে ৯১ বলে ৭৯ রান। শেষ দিকে জার্মেইন ব্ল্যাকউড ১২ ও জেসন হোল্ডার ১৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া শাই হোপ করেছেন ২৪ বলে ২৬ রান, কেসি কার্টি ১১ ও কাইল মায়ার্স করেছেন ৬ রান। এ জয়ের পর সুপার লিগে ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৯০ পয়েন্ট।

নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এছাড়া ১টি উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার। 


ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ – ১৯৩/৫ (৩৯.০)

নিউজিল্যান্ড – ১৯০/১০ (৪৫.২)

ফলাফল – ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – শামার ব্রুকস 


ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড


ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), শামার ব্রুকস, কাইল মায়ার্স, কেসি কার্টি, জারমেইন ব্ল্যাকউড, আকিল হোসেইন, জেসন হোল্ডার, ইয়ানিক ক্যারিয়া, কেভিন সিনক্লেয়ার, আলজারি জোসেফ
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (সি), টম ল্যাথাম (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, লকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...