Skip to main content

ঋষভ পন্থের টানে অস্ট্রেলিয়ায় উর্বশী?

ঋষভ পন্থের টানে অস্ট্রেলিয়ায় উর্বশী?

ভারতীয় ক্রিকেট এবং উর্বশী রাওতেলার মধ্যে যোগসূত্র চলছে  অনেকদিন ধরেই । ভারতের ম্যাচে প্রায়ই গ্যালারীতে দেখা মিলছে লাস্যময়ী এই অভিনেত্রীর। এবার অস্ট্রেলিয়া থেকে ছবি প্রকাশ করলেন উর্বশী। যেখানে ভরপুর সাজে উর্বশীকে দেখা যাচ্ছে বিমানে। ভিন্ন দুটি মুহূর্তের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী নিজেই।

ছবিগুলোর ক্যাপশনে উর্বশী লিখেন, ‘মন যা চাইছে তা-ই করলাম। হৃদয় আমাকে অস্ট্রেলিয়ায় টেনে নিয়ে যাচ্ছে।’ কিন্তু ভক্ত-সমর্থকরা আর বুঝতে দেরি করলেন না  বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে  ঋষভ পন্থ যেহেতু অস্ট্রেলিয়ায়, সেহেতু উর্বশী সেখানেই ছুটছেন। 

অভিনেত্রীর সেই পোস্টে পন্থকে জড়িয়ে মন্তব্যেরও শেষ নেই। এদিকে এবারের বিশ্বকাপে ভারতের মিশন শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। সে ম্যাচ দেখার জন্য ভারতীয় অভিনেত্রী থাকবেন কি না, তা অবশ্য জানা যায়নি। তবে নেটিজেনদের প্রত্যাশা, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ভারতের ম্যাচে গ্যালারী মাতিয়ে রাখবেন উর্বশী।

অনেকেই বলছেন পুরানো বিবাদ ভুলে আবার পন্থের দরজাতেই কড়া নাড়ছে এই অভিনেত্রী। যদিও সম্প্রতি পন্থকে ঘিরে অন্য আরেকজন অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। ভিন্ন মতও দিয়েছেন অনেকে। নেটিজেনদের অনেকে বলছেন ঋষভ পন্থ ফর্মে না থাকলে এর জন্য দায়ী থাকবেন উর্বশী। কেউ আবার পন্থ আর উর্বশীকে নিয়ে মজার মিম ও বানিয়েছেন। 

গুঞ্জন আছে, ২০১৮ সাল থেকে একে অপরের প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছেন দুই জগতের দুই তারকা পন্থ-উর্বশী। এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা মিলেছে তাদের। ভিন্ন খবরও অবশ্য রয়েছে, ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের। কিছুদিন আগে  দুজনার খোঁচা পাল্টা খোঁচা যেন থামছিলো না। আবার সম্পর্কের কথাও অস্বীকার করেন দুজনেই।

গত এশিয়া কাপে পাকিস্তানের পেসার নাসিম শাহকে জড়িয়ে উর্বশীর প্রেমের গুঞ্জন শুরু হয়। যদিও পরে নাসিম জানান এই অভিনেত্রীকে তিনি চিনেননা। ব্যাপারটা বেশ হাস্যরসের জন্ম দেয়। এবারের অস্ট্রেলিয়া সফরে এই অভিনেত্রী কি কান্ড ঘটান সেদিকেই নজর নেটিজেনদের।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪-এর রাইজিং স্টারস: ক্রিকেটের ভবিষ্যত গঠনকারী উদীয়মান খেলোয়াড়দের আবিষ্কার করুন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদাই তরুণ ক্রিকেটারদের জন্য তাদের প্রতিভা প্রদর্শন এবং বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করার একটি প্ল্যাটফর্ম। ২০২৪ মরসুম আলাদা নয়, উদীয়মান খেলোয়াড়দের একটি নতুন...

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...