Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৫ জুন: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ৩য় দিন)

ENG vs NZ match highlights ft

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ হাইলাইটস

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ৩য় দিন)

ইংল্যান্ডের জন্য পয়েন্ট বাড়ানোর মিশন, তবে নিউজিল্যান্ডের জন্য লিডস টেস্টটি হচ্ছে লজ্জা বাঁচানোর মিশন। তবে দুই দলের এই লক্ষ্যকে বাগড়া দিতে নেমে এসেছিল বৃষ্টি। যদিও বৃষ্টি থেমে গেছে। কিন্তু ইংলিশ বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ড।

খেলা চলছে তৃতীয় দিনের। এরই মধ্যে ইংল্যান্ডকে ৩৬০ রানে বেধে ফেলেছে নিউজিল্যান্ডের বোলাররা। জনি বেয়ারেস্টোর টি-টোয়েন্টি স্টাইলে সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের সামনে ৩১ রানের লিড নিতে পেরেছিল ইংল্যান্ড।

তৃতীয় দিন সকালে ১৩০ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন জনি বেয়ারেস্টো। ইনিংসটাকে শেষ পর্যন্ত ১৬২ রানে নিয়ে যান তিনি। ১৫৭ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ২৪টি বাউন্ডারিতে।

জেমি ওভারটন ব্যাট করতে নেমেছিলেন ৮৯ রান নিয়ে। কিন্তু তিনি বেশিদুর যেতে পারেননি। আউট হয়ে যান ৯৭ রানে। মাত্র ৩ রানের জন্য বঞ্চিত হলেন সেঞ্চুরি করা থেকে। ৪২ রান করেন স্টুয়ার্ট ব্রড। শেষ পর্যন্ত ৬৭ ওভারে ৩৬০ রানে অলআউট হয় ইংল্যান্ড।

ট্রেন্ট বোল্ট নেন ৪ উইকেট। টিম সাউদি নেন ৩টি। ২ উইকেট নেন নেইল ওয়াগনার এবং ১ উইকেট নেন মিচেল।

৩১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হরাচ্ছে নিউজিল্যান্ড। ২৮ রানে হারায় তারা উইল ইয়ংয়ের উইকেট। ৮ রান করে আউট হন ইয়ং। টম ল্যাথাম আউট হন ৭৬ রান করে। ২ উইকেটে যখন দল ১৫২ রানে, তখন নামে বৃষ্টি।

বৃষ্টি শেষে খেলতে নেমেই আউট হয়ে যান ডেভন কনওয়ে। তিনি করেন ১১ রান। ম্যাথিউ পটস, জেমি ওভারটন এবং জো রুট নেন ১টি করে উইকেট।

তৃতীয় সেশনের খেলা চলছিল তখন। নিউজিল্যান্ডের রান ৩ উইকেট হারিয়ে ১৫৩। লিড ১২২ রানের। ৪৮ রানে কেন উইলিয়ামসন এবং ১ রানে ব্যাট করছিলেন হেনরি নিকোলস।

এরপর কেন আউট হয়ে যান ৪৮ রানেই আর হেনরি আউট হয় ৭ রান করেই।

ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই এবার নিউজিল্যান্ডকে লড়াইয়ে ধরে রাখতে পেরেছিলেন মিডল অর্ডারের দুই ব্যাটার, ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেল। পুরো ব্যাটিং লাইনআপের শুরুতে এবং শেষে ধ্বস নেমেছে কিউইদের। কিন্তু মাঝে এই দুই ব্যাটার দারুণ চ্যালেঞ্জ জানিয়েছেন ইংলিশ বোলারদের।

দ্বিতীয় ইনিংসেও যখন ধ্বস নেমেছে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে, ইংলিশ বোলারদের সামনে যখন ধুঁকছে, তখন সেই মিচেল আর ব্লান্ডেলই এখন উইকেট ধরার চেষ্টা করছেন। ইংলিশ বোলারদের আগ্রাসী রূপ এখনও বেশিক্ষণ দেখতে হয়নি তাদের।

তৃতীয় দিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে তারা মাত্র ৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। এর মধ্যে টম ব্লান্ডেল ৫ রানে এবং ড্যারিল মিচেল ৪ রান নিয়ে আজ ব্যাট করতে নামবেন।

তবে, পুরো সিরিজে তারা যেভাবে হাল ধরেছিলেন কিউইদের, সেভাবেই সবার প্রত্যাশা, এবারও ধরবেন। তাতে যদি ইংল্যান্ডের সামনে বড় একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া যায়!

প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন ড্যারিল মিচেল। ১০৯ রান করেছিলেন তিনি। টম ব্লান্ডেল করেছিলেন ৫৫ রান। এ দু’জনের ব্যাটে ৩২৯ রান করেছিল নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ৩১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে যদিও ওপেনার টম ল্যাথাম ৭৬ রান করেছিলেন এবং কেনে উইলিয়ামসন করেছিলেন ৪৮ রান, তবুও ধুঁকছে নিউজিল্যান্ড।

কারণ ১৬১ রানে পড়েছে ৫ উইকেট। দিন শেষ করেছে তারা ১৬৮ রানে। ইংল্যান্ডের সামনে লিড দাঁড়িয়েছে কেবল ১৩৭ রানের। দ্বিতীয় টেস্টে ২৯৯ রানের লক্ষ্য দিয়েও টেস্ট বাঁচাতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ৫০ ওভারে জিতে গিয়েছিল ইংলিশরা। এবারও যদি লিডটা বড় না হয়, তাহলে জয়ের আশা তো বহুদূর, ম্যাচই বাঁচাতে পারবে না তারা। সে ক্ষেত্রে হতে হবে হোয়াইটওয়াশ।

আজ বিকাল ৪ টায় ৪র্থ দিনের খেলা শুরু হবে।


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৩২৯/১০ (১১৭.৩)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৩৬০/১০ (৬৭.০)

নিউজিল্যান্ড (২য় ইনিংস) – ১৬৮/৫ (৫১.৫)


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ হাইলাইটস 2


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

 ইংল্যান্ড বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, অ্যালেক্স লিস, জো রুট, অলি পোপ, জেমি ওভারটন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাটি পটস, জ্যাক লিচ
 নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), উইল ইয়ং, টম ল্যাথাম, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট

 

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...