Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৯ জুলাই: ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা (১ম ওডিআই)

ENG vs SA

ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা

ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা (১ম ওডিআই)

মঙ্গলবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম টিতে মুখোমুখি হয়েছিল দক্ষিন আফ্রিকা এবং ইংল্যান্ড। ১ম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লে-স্ট্রিটে। বেন স্টোকসের শেষ ম্যাচে প্রথমেই এক বিশাল রানের লক্ষ্য দেয় দক্ষিন আফ্রিকা, ব্যাটিং করতে নেমে প্রথমে ভাল খেললেও শেষ দিকে ম্যাচটি নিজেদের করে নিতে পারে নিই ইংল্যান্ড।

টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে ইংল্যান্ড। মাঠে ঢোকার সময় স্টোকসকে সামনে রাখেন সতীর্থরা। গোটা স্টেডিয়ামে ছিল বিদায়ী আবহ। তারকা এই অলরাউন্ডারকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। স্টেডিয়ামের দর্শকরা একসঙ্গে তাকে করতালি দিয়ে জানান অভ্যর্থনা।

প্রথমে ব্যাটিং করতে নেমে রসি ভ্যান ডার ডাসেনের ক্যারিয়ারসেরা সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৩ রানের পাহাড় দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ডাসেন ১১৭ বলে ১০ বাউন্ডারিতে খেলেন ১৩৪ রানের ইনিংস।

এছাড়া এইডেন মার্করাম করেন ৬১ বলে ৭৭ রান এবং তিনি ৯টি চার মেরেছিলেন, জানেমন মালান ৫টি চারের সাহায্যে ৭৭ বলে ৫৭ রান করেন আর শেষদিকে ডেভিড মিলারের উইলো থেকে আসে ১৪ বলে ২৪ রান যেখানে চারটি চার ও ছিল। এছাড়া ৩ চারের সাহায্যে ২২ বলে ১৯ রান করেন কুইন্টন ডি কক। ১০ বলে ১২ রান করেন হেনরিখ ক্লাসেন।

ইংল্যান্ড এর পক্ষে ২৯ রান খরচায় ২ টি উইকেট নিয়েছেন লিয়াম লিভিংস্টোন। স্যাম কুরান, মঈন আলি, ব্রাইডন কার্স পান একটি করে উইকেট।

আগের দিনই জানিয়ে রেখেছিলেন, এই ম্যাচটিই হবে ওয়ানডেতে তার শেষ ম্যাচ। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ঘরের মাঠের দর্শকদের সামনে বিদায় নেবেন, এমনই ইচ্ছে ছিল বেন স্টোকসের।

সেই ইচ্ছে পূরণ হলো। তিনি তো ভেবেচিন্তেই ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আবেগ কি আর সে সব বাস্তবতার ধার ধারে!

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মাঠে নেমে যেন নিজেকে হারিয়ে ফেললেন। চোখ-মুখে স্পষ্ট হয়ে উঠলো বিদায়ের যাতনা, হৃদয়ের রক্তক্ষরণ যেন আড়ষ্ট করে দিলো হাত-পায়ের শিরা-উপশিরাগুলোকে।

শেষটায় এসে তাই ব্যাটে-বলে একদমই মনে রাখার মতো কিছু করতে পারলেন না। থাকলেন নিজের ছায়া হয়ে। বল হাতে ৫ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরে ব্যাট হাতেও মাত্র ৫ রানে আউট হয়ে শেষ হলো আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার।

স্টোকসের এমন হতাশার রাতে ইংল্যান্ডও ডুবলো বিষাদে। দিবারাত্রির প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬২ রানে হেরে সিরিজ শুরু হলো স্বাগতিকদের।

জবাবে দারুণ সূচনা করেছিল ইংল্যান্ড। জেসন রয় আর জনি বেয়ারস্টোর জুটিতে ১৯ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। সেখান থেকে ৯৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

জেসন রয় ৬২ বলে ৪৩ আর বেয়ারস্টো ৭১ বলে ৬৩ করে আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে ইংলিশরা। বেন স্টোকস (৫), জস বাটলার (১২), লিয়াম লিভিংস্টোন (১০), মঈন আলিরা (৩) ভরসা দিতে পারেননি দলকে।

জো রুট একটা প্রান্ত ধরে চেষ্টা করেছিলেন। দলকে আড়াইশ পর্যন্ত নিয়ে গিয়ে ৪৫তম ওভারে আউট হন তিনি (৭৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৮৬)। এরপর আর কুলিয়ে উঠতে পারেনি ইংলিশরা। ইনিংসের ১৯ বল বাকি থাকতে ২৭১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল ছিলেন এনরিচ নর্টজে। ৫৩ রানে ৪ উইকেট শিকার করেন এই পেসার।


ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা এর স্কোরবোর্ড

ইংল্যান্ড২৭১/১০ (৪৬.৫)

দক্ষিন আফ্রিকা৩৩৩/৫ (৫০.০)

ফলাফল – দক্ষিন আফ্রিকা ৬২ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – রাসি ভ্যান ডের ডুসেন


ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা


ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচের একাদশ

ইংল্যান্ড জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, জেসন রয়, বেন স্টোকস, জো রুট, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, স্যাম কুরান, ম্যাটি পটস, ব্রাইডন কার্স
দক্ষিন আফ্রিকা কেশব মহারাজ (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডের ডুসেন, জ্যানিম্যান মালান, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, অ্যান্ডিল ফেহলুকওয়ে, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরেজ শামসি

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...