Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১০ জুলাই: আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড (২য় ওডিআই)

IRE vs NZ

আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড

আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড (২য় ওডিআই) – হাইলাইটস

মঙ্গলবার ডাবলিনের মালাহাইডে তিন ম্যাচের ওডিআই সিরিজের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড। এবারও আয়ারল্যান্ড খুব ভাল খেললেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড টিম।

প্রথম ম্যাচটা বেশ কঠিনই ছিল নিউজিল্যান্ডের জন্য। আইরিশদের করা ৩০০ রানের জবাবে শেষ মুহূর্তে ব্রেসওয়েল যদি রুখে না দাঁড়াতেন, তাহলে নিশ্চিত পরাজয়ই লেখা হতো তাদের। শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ১ উইকেটের জয়ে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

সে তুলনায় মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটা ছিল সহজ। আইরিশদের করা ২১৬ রানের জবাবে ৩৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তবে মাত্র ৩ উইকেটের ব্যবধানে। অর্থ্যাৎ, ২১৬ রান পাড়ি দিতেও কিউইদের ৭টি উইকেট পড়ে গিয়েছিল। 

ডাবলিনের মালাহাইডে টস হেরে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুতেই বিপদে পড়ে তারা। ৫ রানে হারায় দুই ওপেনারকে। ৩২ রানে হারায় তৃতীয় উইকেট। 

প্রথমে পল স্টার্লিং মারেন গোল্ডেন ডাক। এরপর ১২ বল খেলে মাত্র ২ রান করেন অ্যান্ড্রু বালবির্নি। ২৫ বল খেলে মাত্র ৪ রান করেন হ্যারি টেক্টর।

তবে মিডল অর্ডারে জর্জ ডকরেলের দৃঢ়তায় দলীয় স্কোর ২০০ পার করে স্বাগতিকরা। ডকরেল ৬১ বলে খেলেন ৭৪ রানের দারুণ এক ইনিংস। অ্যান্ডি ম্যাকব্রাইন ৪৮ বল খেলে করেন ২৮ রান। মার্ক অ্যাডিয়ার ১৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ৫৬ বলে ২৫ রান করেন কার্টিস ক্যাম্পার।

লোরকান টাকার করেন ১৯ রান, সিমি সিং আউট হন ১৬ রান করে। ক্রেগ ইয়াং এবং জোশুয়া লিটল দুইজনই গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন। 

কিউই বোলারদের মধ্যে ম্যাট হেনরি, মিচেল ব্রেসওয়েল এবং মিচেল সান্তনার নেন ২টি করে উইকেট। জ্যাকব ডাফি এবং গ্লেন ফিলিপস নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই মহা বিপদে পড়ে নিউজিল্যান্ড। কোনো রান যোগ করার আগেই ইনিংসের একেবারে প্রথম দুই বলেই দুই উইকেট হারায় কিউইরা (উইল এবং মার্টিন। মার্ক অ্যাডিয়ের তো ইনিংসের একেবারে শুরুতেই হ্যাটট্রিকের দারুণ সম্ভাবনা জাগিয়ে তোলেন। কিন্তু সেই সম্ভাবনা নষ্ট করে দেন টম ল্যাথাম।

তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন এবং টম ল্যাথাম মিলে গড়ে তোলেন ১০১ রানের জুটি। ফিন অ্যালেন এ সময় ৫৮ বলে আউট হন ৬০ রান করে। টম ল্যাথাম করেন ৭৩ বলে ৫৫ রান।

হেনরি নিকোলস ১৭, গ্লেন ফিলিপস ১৬ রান করেন। মিচেল ব্রেসওয়েল অপরাজিত থেকে ৪২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মোটকথা প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের শেষের রক্ষাকর্তা ছিলেন ব্রেসওয়েল। মিচেল সান্তনার ৬ রানে আউট হন। ৩ রান করেন ম্যাট হেনরি। এবং ২০ রান এক্সট্রা পান নিউজিল্যান্ড।

ম্যাচটা যদিও ৭১ বল হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু শুরুর বিপর্যয়ের সময় কে ভেবেছিল যে জয় শেষ অবধি এত সহজে আসবে! গাপ্টিল আর ইয়ংকে প্রথম দুই বলে হারানো নিউজিল্যান্ডের মুখ রক্ষা করেন ফিন অ্যালেন ও টম ল্যাথাম এবং প্রথম ম্যাচের নায়ক ব্রেসওয়েল। ৩৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান তুলে কিউইরা ম্যাচের পাশাপাশি সিরিজও জিতে নিয়েছে।

আইরিশদের পক্ষে মার্ক অ্যাডায়ার এবং সিমি সিং নেন দুইটি করে উইকেট। এছাড়া কার্টিস ক্যাম্পার এবং ক্রেগ ইয়াং নেন ১টি করে উইকেট।


আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

আয়ারল্যান্ড – ২১৬/১০ (৪৮)

নিউজিল্যান্ড২১৯/৭ (৩৮.১)  

ফলাফল – নিউজিল্যান্ড.৩ উইকেটে জয়ী।

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মাইকেল ব্রেসওয়েল


আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড


আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

আয়ারল্যান্ড অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, ক্রেগ ইয়াং, সিমি সিং, জোশুয়া লিটল
নিউজিল্যান্ড টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, উইল ইয়াং, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...