Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১০ জুলাই: আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১ম ওডিআই)

IRE vs NZ

আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড

আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১ম ওডিআই) – হাইলাইটস

রবিবার ডাবলিনের মালাহাইডে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড। আইরিশরা দুর্দান্ত ব্যাটিং করে একটি বড় টোটাল নিউজিল্যান্ডের মুখে ছুড়ে মারলেও শেষ রক্ষা পাই নেই তারা। শেষ পর্যন্ত খেলে ১ বল বাকি রেখে সেই বিশাল লক্ষ্য তাড়া করে জয় নিয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ড।

ডাবলিনের মালাহাইডে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ৩০১ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিল স্বাগতিক আয়ারল্যান্ড। বড় পুঁজি থাকায় জয়ের একেবারে দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল আইরিশরা। কিন্তু তাদের দুর্ভাগ্য, শেষ ওভারের নাটকীয়তায় হারতে হলো ১ উইকেটের ব্যবধানে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হ্যারি টেক্টরের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ৩০০ রান করে আয়ারল্যান্ড। ২২ বছর বয়সী টেক্টরের এটাই প্রথম সেঞ্চুরি। ১১৭ বলে ১১৩ রান করেন তিনি। তার ১১৩ রানের ইনিংসটি সাজান ছিল ১৪ টি চার ও ৩টি ছয় নিয়ে। 

তিনি ছাড়া ৪৩ রান করেন কার্টিস ক্যাম্পার। ৪৭টি বল খেলে ৫টি চার ও ১টি ছয় মেরেছেন তিনি। গ্লেন ফিলিপসের বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ৩৯ রান করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। তিনি ৫৮ বল খেলে ৪টি চার ও ১টি ছয়মেরেছেন। এছাড়া ২৬ রান করেন লোরকান টাকার এবং ৩০ রান করেন সিমি সিং।

জর্জ ডকরেল করেছেন ১৮ রান। মার্ক অ্যাডায়ার গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন। পল স্টার্লিং করেছেন ৫ রান। অ্যান্ড্রু বালবির্নি করেছেন ৯ রান। 

নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার এবং ইশ সোধি। ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি এবং গ্লেন ফিলিপস।

ব্যাটিং করতে নেমে মার্টিন গাপটিল টপ অর্ডারে ভালই খেলেছিলেন ৬১ বলে ৫১ রান করেন তিনি। তার ৫১ রানের ইনিংসটি সাজান ছিল ৬টি চার ও ১টি ছয় নিয়ে। কার্টিস ক্যাম্পারের বলে বোল্ড আউট হন তিনি।

জবাব দিতে নেমে ওপেনার মার্টিন গাপটিল ৫১ রান করলেও টপ অর্ডারে বাকিরা ব্যর্থতার পরিচয় দেন। ফিন অ্যালেন ৬ রানে, উইল ইয়ং ১ রানে, অধিনায়ক টম ল্যাথাম ২৩ রানে এবং হেনরি নিকোলস আউট হন ৭ রান করে।

এরপর গ্লেন ফিলিপস আর ব্রেসওয়েল মিলে জুটি গড়ার চেষ্টা করেন। ৩৮ রান করে আউট হন গ্লেন ফিলিপস, ২৫ রান করেন ইশ সোধি। ম্যাট হেনরি শূন্য রানে এবং লকি ফার্গুসন ৮ রানে আউট হন। তাহলে ম্যাচ কে জিতিয়েছে?

ম্যালাহাইডের গ্যালারিভর্তি দর্শকের হৃদয় ভেঙেছে ব্রেসওয়েল নামের আন্তর্জাতিক ক্রিকেটে মাত্রই পথ চলতে শুরু করা ৩১ বছর বয়সীর অবিশ্বাস্য ঝোড়ো ব্যাটিং।

কেমন ঝোড়ো ব্যাটিং? নিউজিল্যান্ডের জার্সিতে দুটি টেস্ট খেলা ব্রেসওয়েলের চতুর্থ ওয়ানডে ছিল এটি, তাতে সাতে নেমে ৮২ বলে ১২৭ রানের ইনিংস – প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, তাঁর প্রথম সেঞ্চুরিতে ম্লান আয়ারল্যান্ডের হয়ে হ্যারি টেক্টরের প্রথম ওয়ানডে সেঞ্চুরি…এসব কিছুই হয়তো বোঝাতে পারবে না ব্রেসওয়েলের অবিশ্বাস্য ব্যাটিংয়ের মাহাত্ম্য।

১২০ রানেই ৫ উইকেট নেই নিউজিল্যান্ডের। সেখান থেকে ব্রেসওয়েলের ঝড়ের শুরু। শেষ হলো ইনিংসের শেষ ওভারের রোমাঞ্চে। 

নিউজিল্যান্ডের তখনো ২০ রান দরকার, আগের ৯ ওভারে ৫৪ রান দেওয়া ক্রেইগ ইয়াংয়ের বলে আশায় বুক বেঁধেছিল আয়ারল্যান্ড। কিন্তু পাঁচ বল পর সব ছত্রখান! ৪, ৪, ৬, ৪, ৬ – রীতিমতো তান্ডব ব্রেসওয়েলের। তাতে রেকর্ডও হয়ে গেল। তাড়া করে জয়ের পথে নিউজিল্যান্ডের ২০ রানই যে এখন ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসের ৫০তম ওভারে সর্বোচ্চ।

আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার নিয়েছে ২ টি উইকেট এবং কার্টিস ক্যাম্পার নিয়েছে ৩ টি উইকেট।


আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

আয়ারল্যান্ড – ৩০০/৯ (৫০)

নিউজিল্যান্ড৩০৫/৯ (৪৯.৫)  

ফলাফল – নিউজিল্যান্ড ১ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মাইকেল ব্রেসওয়েল


আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড


আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

আয়ারল্যান্ড অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, সিমি সিং, মার্ক অ্যাডায়ার, ক্রেগ ইয়ং, কার্টিস ক্যাম্পার, জোশুয়া লিটল
নিউজিল্যান্ড টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, উইল ইয়াং, ম্যাট হেনরি, হেনরি নিকোলস, ইশ সোধি, মাইকেল ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...