Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০৯ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (১ম টি২০)

AUS vs ENG

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (১ম টি২০) – হাইলাইটস

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ লড়াইয়ে জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। হাইস্কোরিং এই ম্যাচে শেষ ওভারে স্যাম কুরানের দারুণ বোলিংয়ে ৮ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

রবিবার (৯ অক্টোবর) পার্থে টস জিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। আগে ব্যাট করতে নেমে সফরকারী দলের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও অধিনায়ক জস বাটলারের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে তাঁরা। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ৭৩ রানের ইনিংস সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান করতে সমর্থ হয় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক বাটলার ও অ্যালেক্স হেলস। মাত্র ১১.২ ওভারে ১৩২ রানের পার্টনারশিপ গড়ে বড় রানের ভিত গড়ে দেন এই দুই ওপেনার। এই দুজন শুরুতেই এতোটা মারমুখী ছিলেন যে, মাত্র ২৯ বলেই ৫০ রান যোগ হয় ইংল্যান্ডের ইনিংসে। মাত্র ৮.৫ ওভারে ১০০ রান তুলে নেয় সফরকারীরা।

অধিনায়ক বাটলারই বেশি মারমুখী ছিলেন। মাত্র ২৫ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। বাটলারের দেখাদেখি ২৯ বলে অর্ধশতক পূর্ণ করেন হেলসও। অস্ট্রেলিয়াকে প্রথম ব্রেকথ্রু এনে দেন ডানহাতি পেসার নাথান ইলিস। ৬৮ রান করা বাটলারকে ফেরান তিনি। মাত্র ৩২ বলে ৮ চার ও ৪ ছয়ে এই ইনিংস খেলেন তিনি।

বাটলার ফিরে গেলেও ব্যাট হাতে হেলসের তাণ্ডব অব্যাহত থাকে। যদিও অপর প্রান্তে আর কোন ব্যাটারই থিতু হতে পারেনি। বেন স্টোকস ফেরেন মাত্র ৯ রান করে। স্টোকসের বিদায়ের পর বেশিক্ষণ থাকতে পারেনি হেলসও। ৫১ বলে ৮৪ রান করে রিচার্ডসনের শিকারে পরিণত হন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছয়ের মার।

ব্রুক করেন ১২। পাকিস্তান সিরিজে নেতৃত্ব দেয়া মঈন আলী করেন ৭ বলে ১০ রান। শেষ দিকে ৫ বলে ১৩ রানের একটি ক্যামিও খেলেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন নাথান ইলিস। এছাড়া কেন রিচার্ডসন, ড্যানিয়েল সামস ও মার্কাস স্টয়নিস ১টি করে উইকেট শিকার করেন।

২০৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৫ রানে রিস টপলির শিকারে পরিণত হন ইনফর্ম ক্যামেরন গ্রিন। তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও ওয়ান ডাউনে নামা মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়াকে জয়ের পথেই রেখেছিলেন।

দলীয় ৮৬ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। লেগস্পিনার আদিল রশিদের বলে বোল্ড হয়ে যান ২৬ বলে ৩৬ রান করা মার্শ। ৩ চার ও ২ ছয়ে ইনিংসটি সাজিয়েছিলেন তিনি। দলীয় ১০৫ রানে ক্যাঙ্গারুদের বিপদ বাড়িয়ে রান আউট হয়ে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৭ বল খেলে মাত্র ১২ রান করেন তিনি।

এরপর মার্কাস স্টয়নিস উইকেটে এসে অসিদের জয়ের স্বপ্ন আবারও জাগিয়ে তোলেন। কিন্তু তখনই জোড়া ধাক্কা দিতে বোলিংয়ে আগমন মার্ক উডের। উডের এক ওভারে বিদায় নেন ২ চার ও ৩ ছয়ে, ১৫ বলে ৩৫ করা স্টয়নিস ও টিম ডেভিড (০)। দলীয় ১৭৩ রানে ডেভিড ওয়ার্নার আউট হয়ে গেলে অস্ট্রেলিয়ার জয় পাওয়াটা ক্রমে দুরূহ হয়ে ওঠে।

৪৪ বলে ৭৩ রান করা ওয়ার্নারকেও ফেরান উড। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়ের মার। শেষদিকে ম্যাথিউ ওয়েড চেষ্টা চালিয়েছেন দলকে জয় এনে দিতে, কিন্তু স্যাম কুরানের দারুণ বোলিংয়ে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। সে ওভারে ওয়েড ছাড়াও কুরান এলিসে’র উইকেট তুলে নেন।

ইংল্যান্ডের পক্ষে মার্ক উড ৪ ওভারে ৩৪ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া টপলি ও কুরান ২টি করে এবং আদিল রশিদ ১টি উইকেট তুলে নেন। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। আগামী বুধবার (১২ অক্টোবর) সিরিজের ২য় ম্যাচে এই দুই দল ক্যানবেরা’র মানুকা ওভালে মুখোমুখি হবে।


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড এর স্কোরবোর্ড

ইংল্যান্ড – ২০৮/৬ (২০.০)

অস্ট্রেলিয়া২০০/৯ (২০.০)

ফলাফল – ইংল্যান্ড ৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অ্যালেক্স হেলস


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের একাদশ

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, ড্যানিয়েল সামস, টিম ডেভিড, নাথান এলিস, মিচেল সুইপসন এবং কেন রিচার্ডসন।
ইংল্যান্ড জস বাটলার (অধিনায়ক ও উইকেট রক্ষক), ডেভিড মালান, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কুরান, আদিল রশিদ, ক্রিস ওকস, রিস টপলি এবং মার্ক উড।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...