Skip to main content

অবসরের ঘোষণা দিলেন কেভিন ও’ব্রায়েন

আয়ারল্যান্ডের ক্রিকেটে আরেক নক্ষত্র নিভে গেল৷ কেভিন ও’ব্রায়েন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, প্রায় একবছর হতে চলল। এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন আয়ারল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। ৩৮ বছর বয়সী কিংবদন্তি ও’ব্রায়েনের অবসরের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

তবে ও’ব্রায়েনের ইচ্ছা ছিল, অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন। কিন্তু গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আইরিশ দলে ব্রাত্য তিনি। অভিজ্ঞ অলরাউন্ডারের কথা আর ভাবছেন না টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা। একারণেই অনেকটা অভিমানে অবসরের সিদ্ধান্ত নেন ও’ব্রায়েন।

আইরিশদের জার্সি গায়ে ২০০৬ সালে প্রথমবারের মতো মাঠে নামেন ও’ব্রায়েন। আইসিসি সহযোগী দেশ থেকে টেস্ট খেলুড়ে দেশে পরিণত হতে, ও’ব্রায়েনের হাত ধরেই হেঁটেছে আইরিশরা। আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডেতে চতুর্থ এবং টি-টোয়েন্টিতে প্রথম অধিনায়কও এই কিংবদন্তি অলরাউন্ডার।

আয়ারল্যান্ডের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারে নানান কীর্তি রয়েছে ও’ব্রায়েনের। বল হাতে ওয়ানডেতে দেশটির সর্বোচ্চ ১১৪ উইকেট শিকারি তিনি। ২০১১ সালের বিশ্বকাপে করেছেন দ্রুততম (৫০ বলে) সেঞ্চুরি। ও’ব্রায়েনের মারকাটারি সেই ১১৩ রানের ইনিংসটার উপর ভর করেই বিশ্বকাপে জয় পেয়েছিল আয়ারল্যান্ড।

দেশের জার্সিতে টি-টোয়েন্টিতেও বেশ সফল ও’ব্রায়েন। ব্যাট হাতে ১৯৭৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫৮ উইকেট। তবে শেষের দিকে টেস্ট মর্যাদা পেয়ে সাদা পোশাকে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। যেখানে তার রান ২৫৮। এছাড়া তিন ফরম্যাট মিলিয়ে ও’ব্রায়েনের ব্যাটে রয়েছে ৪টি সেঞ্চুরি এবং ২৪টি হাফ-সেঞ্চুরি।

আয়ারল্যান্ড ক্রিকেটে দু হাত উজাড় করে দিয়েছেন। তবে শেষ বেলায় ২০২২ বিশ্বকাপ খেলার ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল এই অলরাউন্ডারের৷ তাতে কি? ক্রিকেটে তার অর্জনের জন্যই আইরিশরা  তাকে মনে রাখবে।

আরো আজকের ট্রেন্ডিং

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...