Skip to main content

৮৯০ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক শুভমন গিল, পেলেন একাধিক পুরষ্কার

 ৮৯০ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক শুভমন গিল, পেলেন একাধিক পুরষ্কার

Shubman Gill. (Photo Source: Jio Cinema)

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। তাঁর হাত ধরেই েকের পর এক সাফল্য় পেয়েছে গুজরাত টাইটান্স। সেইসঙ্গে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রান করে এবারের অরেঞ্জ ক্যাপও পাকা করপে ফেলেছেন শুভমন গিল। এই মুহূর্তে তাঁকে নিয়েই ভারতীয় ক্রিকেট মহল থেকে ব৮িস্ব ক্েরিকেট মগলে চলছে নানান আলোচবনা। গুজরাত টাইটান্স এবারের আইপিএল জিততে পারেনি ঠিকই। কিন্তু শুভমন গিলের হাতে এবার ভরে গিয়েছে একের পর এক নানান পুরষ্কারে। আইপিএলের মঞ্চে এবার সকলকে টপকে অরেঞ্জ ক্যাপের মালিকও শুভমন গিল।

এবারের আইপিএলে শুরু থেকেি বাল ফর্মে ছিলেন শুবমন গিল। তবে সময় এগনোর সঙ্গে সঙ্গে শুভমন গিল ক্রমই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তবে বিরাট কোহলির আইপিএলের এক মরসুমে সর্বোচ্চ রান করার রকেকর্ডটা অবশ্য এবার ভাঙতে পারেননি তিনি। কিন্তা তার জন্য অরেঞ্জ ক্যাপ জিতে নিতে খুব একটা বেশী অসুবিধা হয়নি  শুভমন গিলের। সকলকে চমকে দিয়েছে এবারের আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশী ব্যক্তিগত পুরষ্কারও জিতে নিয়েছেন শুভমন গিল।

আইপিএল ২০২৩ মরসুমে ৮৯০ রান করেছেন শুভমন গিল

সোমবার ফাইনালের মঞ্চে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। সেখানেও শুভমন গিলকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে  শুরু করেছিল সকলের। যদিও শেষপর্যন্ত বড় রান করতে পারেননি শুভমন গিল। যদিও তার আগের ম্য়াচেি সুভমন গিলের ব্যাটে এসেছিল বিরাট রানের ঝলক। মুম্বই িন্ডিয়ান্সের বিরুদ্ধে েবারের আইপিএলে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীটা করেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।  সেই  ম্যাচেই ফাফ ডুপ্লেসির সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে একাই শেষ করে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের সমস্ত আশা।

৬০ বলে সেই ম্য়াচে ১২৯ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। সেখানে ফাফ ডুপ্লেসির রান টপকে যেমন অরেঞ্জ ক্যাপ পাকা করেছিলে। তেমনি এবারের আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ৮০০ রানের গন্ডীও টপকেছিলেন অএই তারকা ক্রিকেটার। সেই থেকেই েূবার শুভমন গিলকে নিয়ে আলোচনা তুঙ্গে। এবারের আইপিএলে ৮৯০ রান করেছেন শুভমন গিল। আইপিএলের মঞ্চে অরেঞ্জ ক্যাপও উঠেছে এই তারকা ক্রিকেটারের মাথাতেই।

শুধুমাত্র অরেঞ্জ ক্যাপই নয়, চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এদিন একাধিক পুরষ্কারই হাতে তুলেছেন শুভমন গিল। এবারের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হওয়ার পাশাপাশি সর্বোচ্চ রান করার পুরষ্কারও পেয়েছেন শুভমন।  একইসঙ্গে এবারের আইপিএলে গেম চেঞ্জার অব  দ্য প্রতিযোগিতাও হয়েছেন তিনি।

The post ৮৯০ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক শুভমন গিল, পেলেন একাধিক পুরষ্কার appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...