BJ Sports – Cricket Prediction, Live Score

সমস্ত জল্পনা উড়িয়ে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্যে রোহিত শর্মা

 সমস্ত জল্পনা উড়িয়ে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্যে রোহিত শর্মা

#image_title

Rohit Sharma. ( Image Source: Twitter )rohit

২০২২ সাল থেকেই ভারতীয় দলের সব ধরণের ফর্ম্যাটের অধিনায়ক পদে বসেছেন রোহিত শর্মা। ২০২২ সালে তাঁর নেতৃত্বেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। এরপর থেকেই আর ভারতের হয়ে কোনও টি টোয়েন্টি ফর্ম্যাটেই খেলেননি তিনি। সেই থেকেই রোহিত শর্মার ভারতের টি টোয়েন্টি দলের ভবিষ্যত নিয়ে নানান জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তাঁর অবসর নিয়েও নানান গুঞ্জন আরম্ভ হয়েছিল। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন রোহিত শর্মা।

টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে না দেখা গেলেও, এই বিশ্বকাপই রোহিত শর্মার শেষ বিশ্বকাপ এমন জল্পনার অবসান রোহিত শর্মা নিজেই কাটালেন। আসন্ন ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে খেলার বার্তা শোনা গেল রোহিত  শর্মার  মুখ থেকে। তবে সেই বিশ্বকাপে তিনি অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে এখনই কোনওরকম ইঙ্গিত অবশ্য পাওয়া যায়নি। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আযোজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ

২০২২ সালের বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে টি২০ ফর্ম্যাটে খেলেছিলেন রোহিত শর্মা

এবারের আইপিেলে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নামলেও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। গোটা প্রতিযোগিতায় মাত্র তিনটি অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। সেই থেকেই রোহিত শর্মার দেশের জার্সিতে টি টোয়েন্টি ভবি্ষ্যত নিয়েও নানান জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে সেই জল্পনার অবসান এবার নিজেই ঘটালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেলার লক্ষ্যে রয়েছেন  ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেই কথা তিনি নিজেই জানিয়েছেন এবার।

রোহিত শর্মা জানিয়েছেন, “শুধুমাত্র আনন্দের জন্য নয় এখানে আসার আরও একটা বড় কারণ রয়েছে। কারণ মরা সকলেই জানি যে বিশ্বকাপ আসতে চলেছে। আগামী বছর জুন মাসে এখানেই টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। সেজন্য আমি নিশ্চিত যে সকলেই সেইজন্য অনেক বেশী উতাসাহী হয়ে রয়েছেন। অবশ্যই আমিও সেই মঞ্চে নামার জন্য মুখিয়ে রয়েছি”।

২০২২ সালের বিশ্বকাপের পর থেকেই ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়ন্টি সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। আপাতত দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন রোহিত শর্মা। সেই সময়ই নিজের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়েও মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক।

The post সমস্ত জল্পনা উড়িয়ে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্যে রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.

Exit mobile version