BJ Sports – Cricket Prediction, Live Score

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট রান করে নতুন নজির গড়ল টিম ইন্ডিয়া

 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট রান করে নতুন নজির গড়ল টিম ইন্ডিয়া

#image_title

Ishan Kishan and Shubman Gill. (Photo Source: RANDY BROOKS/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেবড় রান করতে নাা পারলেও, তৃতীয় ওডিআইতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটাররা। সেখানেই সুভমন গিল, ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়াদের হাত ধরে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল  টিম ইন্ডিয়া। সেইসঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই এক নয়া রেকর্ড গড়েছে ভারতীয় দল। দলের একজনও সেঞ্চুরী না করলেও সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। এর আগে ৩৫০ রান ছিল ভারতীয় দলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই রেকর্ডই ভেঙে দিয়েছে ভারতীয় দল।

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ইনিংসে একজন ক্রিকেটারের ব্যাটেও সেঞ্চুরী আসেনি। কিন্তু ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেঞ্চুরিহীন ইনিংসে এটাই এখনও পর্যন্ত ওডিআই ক্রিকেটের ফর্ম্যাটে ভারতীয় দলের সর্বোচ্চ স্কোর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দলকে বিরাট রানে পৌঁছে দিয়েছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটাররা। সেইসঙ্গেই তাদের হাত ধরে এত নতুন রেকর্ডও তৈরি করে ফেলেছে টিম ইন্ডিয়া।

৮৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন শুভমন গিল

টস জিতে এদিন ভারতীয়দলের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সেখানে শুরু থেকেই দুরন্ত পর্মে চিলেন শুভমন গিল ও ঈশান কিষাণ। এই দুই তারকা ক্রিকরেটার মিলিলে ১৪৩ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ওপেনিংয়ে। সেখানেই এই ম্যাচেও ৭৭ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ৮টিচার ও৩টি ওভার বাউন্ডারি। অন্যদিকে সুভমন গিলও অএই ম্য়াচেবড় রান পেয়েছিলেন। ভারতীয় দলের হয়ে এই ম্যাচেসর্বোচ্চ রান করেছিলেন তিনিই।

এই ম্য়াচে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। তাঁর গোটা ইনিংসটা সাজানো ছিল ১১টি  বাউন্ডারি দিয়ে। সেইসঙ্গেই ভারতীয় দলের বড় রানের রাস্তাটাও কার্যত প্রস্তুত হয়ে গিয়েছিল। এরপর হবাকিটাএকাই সামলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসন। তবে েই ম্য়াচেও বড় রান করতে পারে্ননি সূর্যকুমার যাদব। কিন্তু সঞ্জু স্যামসন নিজের পারফরম্যান্স প্রমাণ করেছেন এই ম্যাচে। সেখানেই ৫১ রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। অন্যদিকে শেষপর্যন্ত অপরাজিত চিলেন  হার্দিক পান্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের হয়ে রান পাচ্ছিলেন না হার্দিক পান্ডিয়াও। সেই হার্দিক পান্ডিয়ার ব্যাটেও এই ম্যাচে এসেছে অর্ধশতরানের ঝলক।  ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ৫২ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৪টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি।

The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট রান করে নতুন নজির গড়ল টিম ইন্ডিয়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version