Skip to main content

সর্বশেষ সংবাদ

মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে ইরানি কাপে খেলবে অবশিষ্ট ভারত, বাদ সরফরাজ খান

 মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে ইরানি কাপে খেলবে অবশিষ্ট ভারত, বাদ সরফরাজ খান

Mayank Agarwal. (Photo Source: Twitter)

১ থেকে ৫ই মার্চ গোয়ালিয়রে ইরানি কাপে মধ্য প্রদেশের বিরুদ্ধে অবশিষ্ট ভারতের স্কোয়াড নির্বাচন করা হয়েছে এবং সেই দলের অধিনায়কত্ব করবেন মায়াঙ্ক আগরওয়াল। বিগত কয়েক মরসুম ধরে অনবদ্য ফর্মে থাকা মুম্বইয়ের প্রখ্যাত ব্যাটার সরফরাজ খান এই স্কোয়াডের অংশ নন বলে জানা গেছে।

পরপর তিনটি রঞ্জি ট্রফি মরসুমে সরফরাজ ধারাবাহিকতা দেখিয়েছেন। ছয় ম্যাচে মুম্বাইয়ের রান-মেশিন ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছিলেন, যার মধ্যে তিনটি শতরান এবং একটি পঞ্চাশ অন্তর্ভুক্ত। ২৫ বছর বয়সী ব্যাটারের একটি চাঞ্চল্যকর ঘরোয়া রেকর্ড আছে। ৩৭ ম্যাচে তিনি ১৩টি শতরান এবং নয়টি অর্ধশতকের সহায়তায় ৭৯.৬৫ গড়ে ৩৫০৫ রান করেছেন।

বাংলা থেকে মোট চার ক্রিকেটার সুযোগ পেয়েছেন

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ইরানি কাপের জন্য অবশিষ্ট ভারতের স্কোয়াড এখনও সরকারীভাবে ঘোষণা করেনি, তবে স্পোর্টসটার-এর একটি প্রতিবেদনে স্কোয়াডের বিষয়ে বিশদ বিবরণ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগরওয়ালের নেতৃত্বাধীন দলে চারজন ওপেনিং ব্যাটার রয়েছে। মায়াঙ্কের পাশাপাশি ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন ও হার্ভিক দেসাই।

সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফির রানার্স-আপ বাংলা থেকে অভিমন্যু ছাড়া আরও তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন – সুদীপ কুমার ঘরামি, মুকেশ কুমার ও আকাশ দীপ। দুর্ভাগ্যজনকভাবে সুযোগ পাননি শাহবাজ আহমেদ এবং বাঁ-হাতি স্পিনার হিসেবে নির্বাচকরা বেছে নিয়েছেন উত্তর প্রদেশের সৌরভ কুমারকে। স্পিনার হিসেবে রয়েছেন পাঞ্জাবের মায়াঙ্ক মার্কান্ডেও।

এদিকে, মুকেশ ও আকাশ ছাড়া পেসারদের মধ্যে রয়েছেন সদ্য রঞ্জি জয়ী দলের বোলার চেতন সাকারিয়া। চোট সারিয়ে দলে জায়গা করে নিয়েছেন নবদীপ সাইনিও। সার্ভিসেসের অলরাউন্ডার পুলকিত নারাংকেও স্কোয়াডে রাখা হয়েছে। উইকেটকিপারের বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন উপেন্দ্র যাদব ও বাবা ইন্দ্রজিত।

রঞ্জি ট্রফি ২০২২-২৩ মরসুমের চতুর্থ সর্বোচ্চ রান-সংগ্রাহক দিল্লির ব্যাটার ধ্রুব শোরের সুযোগ না পাওয়া বিস্ময়কর। অন্যদিকে মুম্বাইয়ের হয়ে স্পিনার শামস মুলানি ৪৪ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হলেও, তাঁকে অগ্রাহ্য করা হয়েছে।

২০২২-এর মার্চ মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে ভারতীয়স্কোয়াড থেকে বাদ পড়া মায়াঙ্ক এই বছরের রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্ম প্রদর্শন করেছিলেন। তিনি ৮২.৫০ গড়ে নয় ম্যাচে ৯৯০ রানের সাথে শীর্ষস্থানীয় রান সংগ্রাহক হিসাবে মরসুমে শেষ করেছেন। মরসুমে তিনটি শতরান ও ছয়টি অর্ধশতক করেছেন ডান-হাতি ব্যাটার। সৌরাষ্ট্রর বিরুদ্ধে সেমি-ফাইনালে ২৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

২০২১-২২ মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার পরে মধ্য প্রদেশ ইরানি কাপে প্রতিদ্বন্দিতা করার সুযোগ না পাওয়ায়, এই মরসুমের শেষে তারা অবশিষ্ট ভারতের মোকাবিলা করবে।

ইরানি কাপের জন্য অবশিষ্ট ভারতের স্কোয়াড

মায়াঙ্ক আগরওয়াল, সুদীপ কুমার ঘরামি, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, হার্ভিক দেসাই, মুকেশ কুমার, আতিত শেঠ, চেতন সাকারিয়া, নভদীপ সাইনি, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), মায়াঙ্ক মার্কান্ডে, সৌরভ কুমার, আকাশ দীপ, বাবা ইন্দ্রজিত, পুলকিত নারাং, ইয়াশ ধুল।

The post মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে ইরানি কাপে খেলবে অবশিষ্ট ভারত, বাদ সরফরাজ খান appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...