Skip to main content

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্ৰথম একদিনের ম্যাচে লজ্জাজনক ভাবে পরাজিত হল শ্রীলঙ্কা

 নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্ৰথম একদিনের ম্যাচে লজ্জাজনক ভাবে পরাজিত হল শ্রীলঙ্কা

New Zealand. (Photo Source: DAVID ROWLAND/AFP via Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয় শ্রীলঙ্কা। এরপর ২৫শে মার্চ, শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল।

নিউ জিল্যান্ডের দুই ওপেনার চ্যাড বোয়েস এবং ফিন অ্যালেন মিলে প্ৰথম উইকেটে ৩৬ রানের পার্টনারশিপ করেন। এরপর বোয়েস ১৫ বলে ১৪ রান করে আউট হয়ে যান। উইল ইয়ং ২৬ রান করে করুনারত্নের শিকার হন। অ্যালেন ৫টি চার এবং ২টি ছয় সহ ৪৯ বলে ৫১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। ব্যাট হাতে রান পেয়েছেন ডারেল মিচেলও। তিনি ৫৮ বলে ৪৭ রান করে লাহিরু কুমারার বলে আউট হন।

অধিনায়ক টম ল্যাথাম মাত্র ৫ রান করে আউট হন। গ্লেন ফিলিপস এবং রাচিন রবীন্দ্রের যথাক্রমে ৪২ বলে ৩৯ এবং ৫২ বলে ৪৯ রান করেন। শেষমেশ ৩ বল বাকি থাকতেই ২৭৪ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। এই ম্যাচে চামিকা করুনারত্নে ছিলেন শ্রীলঙ্কার সবথেকে সফল বোলার। তিনি ৯ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন। কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা ২টি করে উইকেট পান। দিলশান মাদুশঙ্কা এবং অধিনায়ক দাসুন সানাকা ১টি করে উইকেট শিকার করেন।

মাত্র ৭৬ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। মাত্র ৩১ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা। দুই ওপেনার পথুম নিসঙ্কা এবং নুওয়ানিদু ফার্নান্দো যথাক্রমে ১০ বলে ৯ এবং ৬ বলে ৪ রান করে আউট হন। কুশল মেন্ডিস ১৬ বলে ০ রান করেন। এই ম্যাচে শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি ২৫ বলে ১৮ রান করেন।

চারিথ আসালাঙ্কা ১২ বলে ৯ রান করেন। অধিনায়ক দাসুন সানাকা ০ রান করে আউট হন। নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। হেনরি শিপলি শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপকে ধরাশায়ী করার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেন। তিনি ৭ ওভারে ৩১ রান দিয়ে ৫ উইকেট নেন। ডারেল মিচেল এবং ব্লেয়ার টিকনার ২টি করে উইকেট নেন। ১৯.৫ ওভারে ৭৬ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে ১৯৮ রানে এই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এটি ওডিআই ক্রিকেটে শ্রীলঙ্কার পঞ্চম সর্বনিম্ন স্কোর এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর ছিল। এই ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার পান হেনরি শিপলি।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছেন-

Complete domination from New Zealand as Sri Lanka suffer a heavy defeat in Auckland 💪#NZvSL #CWCSL

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...