Skip to main content

ডেভিড মিলার-বিজয় শঙ্করের ৮৭ রানের পার্টনারশিপেই ইডেনে মধুর প্রতিশোধ গুজরাত টাইটান্সের

 ডেভিড মিলার-বিজয় শঙ্করের ৮৭ রানের পার্টনারশিপেই ইডেনে মধুর প্রতিশোধ গুজরাত টাইটান্সের

Vijay Shankar & David Miller. ( Image Source : BCCI/IPL )

রহমনুলল্লাহ গুবরাজের বিধ্বংসী ইনিংসকে ব্যর্থ করে ইডেন গার্ডেন্সেই মধুর প্রতিশোধ নিল গুজরাত টাইটান্স। আর সেইসফ্গেই ১২ পয়েন্ট নিয়ে আইপিেলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। শেষ মুহূর্তে বিজয় সহ্কর ও ডেভিড মিলারের ঝড়ে ১৩ বল বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের ধারা অব্যহত রাখল গুজরাত টাইটান্স। তাদের ৮৭ রানের পার্টনারশিপটাই এদিন কেকেআরের সমস্ত আশা শেষ করে দিয়েছিল। নাইট ব্যাটাররা এদিন ভাল পারফরম্যান্স দেখালেও, বোলারদের ব্যর্থতাতেই শেষ হয়ে গেল নাইট রাইডার্সের জয়ার সমস্ত আশা। ৭ উইকেটে জিতল গুজরাত টাইটান্স।

আইপিএলের প্রথম পর্বের ম্যাচে গুজরাত টাইটান্সেরে বিরুদ্ধে তাদের ঘরের ামঠে দুর্ধর্, জয় তুলে নেিয়েছিল কলকাতা নািট রাইডার্স। ফিরতি লেগের ম্যাচে গুজরাত টাইটান্সের সামনে ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। সুভমন গিলের তৈরি করা রাস্তাতে  হেঁটে কেবারে পারফেক্ট ফিনিশিং দিলেন বিজয় শঙ্গর এবং ডেভিড মিলার। বিজয় শঙ্করের ব্যাটে এদিন ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস দেখা গেল। কিলার মিলারও ছিল তাঁরই ছন্দে। তিনি েকরেন ১৮ বলে ৩২ রান। তাতেই কার্যত খরকুটোর মতো উড়ে যায় কলকাতা নাইট রাইডার্স।

নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮৭ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েছেন ডেভিড মিলার ও বিজয় শঙ্কর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ এদিন ইডেন গার্ডেন্সে শুরু হয়  নির্ধারিত ৪৫ মিনিট দেরীতে। সেই ম্যাচেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে এই ম্য়াচেই কলকাতা নাইট রাইডার্সের প্রতম একাদশে ফিরেছিলেন তারকা রহমনুল্লাহ গুরবাজ। শুরু থেকেই বিদ্বংসী মেজাজে চিলেন এই আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। কিন্তু বাকি হ্যাটাররা সেবাবে কেুই তাঁকে সঙ্গ দিতে পারেননি তিনি। ৩৯ েবলে ৮১ রানের িনিংস খেলেই এগদিন রহমনুল্লাহ গুরবাজ থেমেছিলেন। তিনি আউট হওয়ার পরই  রানের গতিও কমেটিল কলকাতা নািট রাইডার্সের। সেই জায়গা থেকে শেষপর্যন্ত পরিস্তিতি সামাল দিয়েছিলেন আন্দ্রে রাসেল। তাঁর ৩৪ রানে ভর করে সেষপর্যন্ত ১৭৯ রানে থেমেছিল কলকাতা নাইচট রাইডার্স।

😔

Congratulations, @gujarat_titans on the win.

— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2023

Gujarat Titans when it comes to chasing #KKRvsGT pic.twitter.com/HMd5W28uMK

— Anurag Dwivedi 🏏 (@AnuragxCricket) April 29, 2023

A 🔝 of the Table victory in Kolkata for the @gujarat_titans 🙌🏻

They ace the chase yet again to register their fourth away win in a row 👏🏻👏🏻

Scorecard ▶️ https://t.co/iOYYyw2zca #TATAIPL #KKRvGT

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...