Skip to main content

সর্বশেষ সংবাদ

ট্রফি কেকেআরের ঘরে ফেরানোর বার্তা গম্ভীরের

KKR Jersy Launch 2024 (Source: X)

কলকাতার নাইট রাইডার্সের টিম হোটেলের বাইরের রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছে ভক্তদের লাইন। সত্যিই এই দৃশ্য বিরল। বিশেষত ২৩শে মার্চ যেখানে ম্যাচ শুরু হবে, তার এক সপ্তাহ আগে এহেন দৃশ্য স্বাভাবিকভাবেই খানিক কৌতূহল উদ্রেক করে। মূলত এহেন ভিড়ের কারণ কলকাতার নাইট রাইডার্সের জার্সি উদ্বোধন। তারা এবার জার্সি উদ্বোধনী অনুষ্ঠান করতে চেয়েছিল ভক্তদের সামনে। পাশাপাশি তাঁদের নিজস্ব অ্যাপ ‘নাইট ক্লাব’ হাজির আরো কিছু বর্ধিত সুবিধা নিয়ে। নাইট ক্লাব অ্যাপের গান গেয়েছেন ঊষা উত্থুপ। শেষ কবে এত বড় অনুষ্ঠান করে কেকেআর তাদের জার্সি উদ্বোধন করেছে তা অনেকেই মনে করতে পারছেন না। কেকেআরের এক ঘনিষ্ট সূত্র মারফত বক্তব্য আসে, ‘২০০৮ সালে শাহরুখ এভাবেই জার্সি উদ্বোধন করেছিল। তারপর থেকে সেই ভাবে কোন আনুষ্ঠানিক উদ্যোগ টিমের তরফে নেওয়া হয়নি।’ কেকেআর এবার শুরু থেকেই চমক দিতে চলেছে। মেন্টর হিসাবে গৌতম গম্ভীর কে ফিরিয়ে আনা থেকে মিচেল স্টার্কের আকাশছোঁয়া দাম, সবটাই সাড়া জাগিয়েছে। ২৪.৭৫ কোটি টাকা নিয়ে এবারে সবচেয়ে বেশি দাম পেয়েছেন অজি দলের বিশ্বকাপজয়ী তারকা মিচেল স্টার্ক।

এদিন মেন্টর গৌতম গম্ভীর তুলে ধরেন শাহরুখ খানের সঙ্গে তাঁর কথোপকথনের অজানা গল্প। প্রাক্তন অধিনায়ককে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়ে শাহরুখ ফোন করেছিলেন। কী কথা হয়েছিল তাঁদের মধ্যে? গম্ভীর বলেন, ‘ আমাকে সামলানো খুব একটা সহজ নয়। আমি মূলত খুবই জেদি। কিন্তু বেঙ্কি মাইসোর ও এসআরকে খুব সহজেই আমাকে সামলেছে। ২০১১ সালে কেকেআরের যোগ দেওয়ার পর এসআরকে আমাকে যে কথা বলেছিল এবারও ও একই কথা বলেছে।’ কী বলেছিলেন শাহরুখ। সেই প্রসঙ্গ ফাঁস করে তিনি বলেন, ‘এসআরকে বলেছিল, ভাঙো বা গরদ দল তোমারই। আমিও একই উত্তর দি, যা আগে দিয়েছিলাম।’

কেকেআরের নতুন মেন্টর বলেন, ‘ আমি থাকাকালীন কি কি সাফল্য আসবে, তা তো বলা যায় না। কিন্তু কথা দিলাম দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়ে যাব।’

গম্ভীরের এই বক্তব্যের পর চিৎকারে ফেটে পড়েন ভক্তরা। গম্ভীর সেখানেই না থেমে আরো যোগ করেন, ‘ আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। আমি কেকেআরকে সফল করিনি। কেকেআর আমাকে সফল করেছে। কেকেআরই আমাকে নেতা বানিয়েছে। এই দল আমাকে শুধু সাফল্যই দেয়নি, অনেক কিছু শিখিয়েওছে। শাহরুখের থেকে আমি শিখেছি মর্যাদা ও সততা। রাসেল শিখিয়েছে আবেগ। নারাইনের থেকে শিখেছি ত্যাগ।’ এর পাশাপাশি তিনি কলকাতার মানুষকেও ধন্যবাদ জানাতে ভোলেন না। তাঁদের সমর্থনের প্রশংসা করেন। তিনি কৃতজ্ঞতা জানিয়ে সবশেষে বলেন, ‘কলকাতার মানুষ আমাকে হাসতে শিখিয়েছে। কথা দিলাম মরসুম শেষেও আপনাদের মুখে হাসিটা ফুটবে। আশা রাখি মরসুম শেষে আমাদের শিবিরেই ট্রফি ফিরবে।’

The post ট্রফি কেকেআরের ঘরে ফেরানোর বার্তা গম্ভীরের appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...