BJ Sports – Cricket Prediction, Live Score

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সুযোগ পাওয়াটাই শার্দূল ঠাকুরের কাছে জীবনের সেরা প্রাপ্তি

 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সুযোগ পাওয়াটাই শার্দূল ঠাকুরের কাছে জীবনের সেরা প্রাপ্তি

#image_title

Shardul Thakur. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল গিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বুদবার ভারপতী সময় দুপুর তিনটে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই রোহিত সর্মার মুখে জয়ের হাসি ফুটবে নাকি প্যাট কামিন্সের মুখে হাসি ফুটবে, তা জানতে হলে তো ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদস কী হবে তা নিয়ে এথনও পর্যন্ত সেভাবে কোনও ইঙ্গিত দেননি ভারতীয় দলের অধিনায়ক। সুযোগ পাবেন কিনা এখনও পর্যন্ত টিক নেই। কিন্তু এই মঞ্চ নিয়ে উচ্ছ্বসিত শার্দূল ঠাকুর।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে এবার শার্দূল ঠাকুরকে দলে নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোটের জন্য ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই।  ব্যাটিং দুর্বলতার অভাব মেটাতেই এবার শার্দূল ঠাকুরকে ভারতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও শে্ষপর্যন্ত ভারতীয় দলে তিনি সুযোগ পাবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও রকম  নিশ্চয়তা নেই। আবার ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোর জন্য আবার শার্দূল ঠাকুরকে ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যেতেই পারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার জন্য মুখিয়ে রয়েছেন শার্দূল ঠাকুর

সেখানেই শেষপর্যন্ত কী হবে তা বুধবার প্রথম একাদশ ঘোষণার পরই জানা যাবে। কিন্তু অএই ম়্চে আসতে পারাটাই যে শার্দূল ঠাকুরের কাছে অন্যতম সেরা প্রাপ্তি তা বলার অপেক্ষা রাখে না। আইসিসির প্রতিযোগিতার ফাইনাল খেলতে পারাটাই শার্দূল ঠাকুরের কাছে জীবনের অন্যতম সেরা একটা প্রাপ্তি। সেখানেই প্রতম একাদশে সুযোগ পেয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

এই প্রসঙ্গে শার্দূল ঠাকুর জানিয়েছেন, আইসিসির প্রতিযোগিতার ফাইনালের মঞ্চ। বিশেষ করে  এমন ধরণের মঞ্চে কখনোই  প্রতিবছর যেকোনও সময়ে খেলার সুযোগ থাকে না। বেশ কয়েকজন ক্রিকেটার তো বটেই, আমার কাছেও এটা জীবনের অন্যতম একটা সেরা প্রাপ্তি। যখন নিজের দেশকে প্রতিনিধিত্ব করার েকটা সুযোগ পাওয়া যায়, সেটা সবসময়ই আমাদের কাছে বিশেষ একটা মুহূর্ত।

ওভালের পিচ বরাবরই ব্যাটারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। এখান্ই শেষবার ইংল্যন্ডের বিরুদ্ধে ৫০ বছরের রেকর্ড ভেঙেছিল ভারতীয় দল। সেখানেই ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড গড়েছিল তারা। বুধবারের ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। শার্দূল ঠাকুরও সুযোগ পান কিনা সেটাও দেখার।

The post টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সুযোগ পাওয়াটাই শার্দূল ঠাকুরের কাছে জীবনের সেরা প্রাপ্তি appeared first on CricTracker Bengali.

Exit mobile version