BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেএস ভরতকেই খেলানোর বার্তা দীনেশ কার্তিকের

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেএস ভরতকেই খেলানোর বার্তা দীনেশ কার্তিকের

#image_title

Dinesh Karthik and KS Bharat. (Photo Source: Twitter)

আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। গতবার ফাইনালে্ উঠলেও শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের কাছে হেরে ব্যর্থ হয়েই দেশে ফিরেছিল ভারতীয় দল। আবারও একটা বিশ্ব টেস্ট চ্যাম্পরি.নসিপ ফাইনালের মঞ্চ। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  বুধবার সেই ম্যাচ শুরু হওয়ার আগে বারতীয় দলের প্রথম একাদশ নিয়েই সবচেয়ে বেশী চর্চা চলছে। বিশেষ করে ভারতীয় দলের উইকেটকিপার পজিশনে কে খেলবেন তা নিয়েই নানান আলোচনা এখন চলছে।

উইকেটকিপার হিসাবে এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছেন কেএস ভরত এবং ঈশান কিষাণ। যদিও ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলের প্রথম উইকেটকিপার হিসাবে কেএস ভরতকেই এবার ভারতীয় দলে নেওয়া হয়েছে। যদিও অনেকেই এই ম্যাচে ঈশান কিষাণকে খেলানোর কথা বলছেন। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টই ঠিক করবে। তবে  দীনেশ কার্তিকের মতে এই ম্যাচে কেস ভরতকেই খেলানো উচিত্। বর্ডাক গাভাসকর ট্রফিতেও খেলেছিলেন তিনি।

বর্ডার গাভাসকর ট্রফিতেই অভিষেক হয়েছিল কেএস ভরতের

ঋষভ পন্থের অনুপস্থিতির জন্যই এবার বর্ডার গাভাসকর ট্রফির মঞ্চে সুযোগ পেয়েছিলেন কেএস ভরত। সেখানে উইকেটের পিছনে গ্লাভস হাতে নিজের পারফরম্যান্সও দেখিয়েছিলেন তিনি। সেই ঋষভ পন্থের অনুপস্থিতির জেরেই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলেও জায়গা করে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের প্রতম উি্কেটকিপার হিসাবে তাঁর নামই রয়েছে। সেইঅ প্রসঙ্গের কথা বলেই কেএস ভরকতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলার পরামর্শ দিচ্ছেন দীনেশ কার্তিক।

এই প্রসঙ্গে ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, “তাঁর ধারাবাহিকতার জন্যই কেএস ভরতই এই ম্যাচ খেলুক আমি চাই। আমার মনে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ খেলেছিলেন কেএস ভরত। তাও আবার বিভিন্ন কঠিন পরিস্থিতিতে খেলেছিলেন তিনি। এখানেও তাঁকেই সুযোগ দেওয়া উচি্ত্। তিনি যথে্ষ্ট ভাল ছন্দে রয়েছেন। সেই সিরিজে তিনিন ভাল পারফরম্যান্স করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। আমার মনে হয় এই খেলাটা তাঁর কাছে গেম চেঞ্জার হয়ে উঠবে”।

এবারের আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন এই তরুণ ক্রিকেটার। যদিও একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি।  সুযোগ পেলে নিজেকে যে তিনি প্রমাণ করার জন্য প্রস্তুত রয়েছেন, তা বলতে কোনও দ্বিধা নেই কেএস ভরতের। ধোনি মন্ত্রেই যে এবার সাফল্যের খোঁজে রয়েছেন তিনি সেই কথাও জানিয়েছিলেন কেএস ভরত। এবার দীনেশ কার্তিকও তাঁর পাশেই দাঁড়াচ্ছেন।

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেএস ভরতকেই খেলানোর বার্তা দীনেশ কার্তিকের appeared first on CricTracker Bengali.

Exit mobile version