Skip to main content

সর্বশেষ সংবাদ

টেস্টের মঞ্চে নয়া রেকর্ড, ভারতে টেলিভিশনে ১২ কোটি দর্শক দেখলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

 টেস্টের মঞ্চে নয়া রেকর্ড, ভারতে টেলিভিশনে ১২ কোটি দর্শক দেখলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

Rohit Sharma and Pat Cummins. (Photo Source: IndianCricketTeam/Insta)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেই ম্যাচ ঘিরেই এক বিরাট রেকর্ড হয়েছে। আইপিএল কিংবা ওডিআই ম্যাচের ক্ষেত্রে এমন রেকর্ড দেখা গেলেও টেস্টের ম়ঞ্চে এই রেকর্ড একেবারেই বিরল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখার ক্ষেত্রে ভারতে সর্বোচ্চ টেলিভিশন দর্শকের রেকর্ড হয়েছে। সব মিলিয়ে প্রায় ১২ কোটি  ক্রিকেট সমর্থক বারত থেকে চোখ রেখেছিলেন ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে। একটি টস্টের ম্যাচের ক্ষেত্রে যা এখনবও পর্যন্ত সর্বোচ্চ।

গত ৭ জুলাই থেকে শুরু হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছিল। তারই প্রতিফলন দেখা গেল ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে। এর আগে একটি টেস্ট ম্যাচ দেখার ক্ষেত্রে এমন সংখ্যক মানুষের টেলিভিশনের পর্দায় চোখ রাখার নজির দেখা যায়নি। সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চ। আর তা দেখেই আপ্লুত সকলে। আইসিসি একটি পোস্ট দিয়েছে। সেখানেই এই হিসাব জানা গিয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে হেরেছে ভারত

আইসিসির সেই পোস্টে দেখা যাচ্ছে ভারতের অএই ম্যাচ দেখার জন্য টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন প্রায় ১২৩.৬ মিলিয়ন  দর্শক। যার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি। সেইসঙ্গে ম্যাচ দেখার সময়েরও উল্লেখ করেছে আইসিসি। ভারতে এই ম্যাচ দেখা হয়েছে সব মিলিয়ে ১৪.৪ বিলিয়ন মিনিট। এখনও পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ দেখার ক্ষেত্রে এই সংখ্যা দেখা যায়নি। টেস্টের জনপ্রি্য়তা যে এতটুকুও কমেনি এই ছবিটাই বোধহয় তার অন্যতম প্রমাণ। অন্তত ক্রিকেট প্রেমীেদের কাছে এই হিসাবটা তো আনন্দেরই হতে চলেছে।

Record viewers for the #WTC23 Final 🚀 pic.twitter.com/kfHNTN0E0D

— ICC (@ICC) June 23, 2023

গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। সেবার অবশ্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেবারের থেকেও এবার টেলিভিশন দর্শক সংখ্যা বহুগুনে বেড়ে গিয়েছে। হিসাব বলছে ভারতে অন্তত ৩২ শতাংশ বেশী দর্শক টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন এই ম্যাচের জন্য।

যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে জিততে পারেনি ভারতীয় দল। সেখানেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই বিরাট রান করেছিল টিম ইন্ডিয়ার বিরুদ্ধ, সেখানে চূড়ান্ত ব্যাটিং বিপর্জয় ভারতীয় দলকে পিছনের দিকে ঠেলে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দলের চিত্রটা খুব একটা বদলায়নি। ২০৯ রানে অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই ম্যাচে ভারতে টেলিভিশনের দর্শক সংখ্যা সমস্তকিছু ছাপিয়ে গিয়েছে।

The post টেস্টের মঞ্চে নয়া রেকর্ড, ভারতে টেলিভিশনে ১২ কোটি দর্শক দেখলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...