Skip to main content

সর্বশেষ সংবাদ

ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ২৬, পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

Pakistan vs South Africa. (Photo Source: Matthew Lewis-ICC, Pankaj Nangia/Gallo Images/Getty Images)

২৭শে অক্টোবর, শুক্রবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২৬ তম ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান এবং এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হবে।

পাকিস্তান এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই। চলতি ওডিআই বিশ্বকাপে শুরুটা ভালো করলেও এখন তারা ছন্দ হারিয়ে ফেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা অবশ্যই নিজেদের ছন্দ ফিরে পেতে চাইবে। বাবর আজমের নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ২টি ম্যাচে তারা জয়ের মুখ দেখেছে এবং ৩টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। তারা তাদের আগের ম্যাচটিতে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছে। টেম্বা বাভুমা অসুস্থতার কারণে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে এডেন মার্করাম দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বাভুমা এখনও পুরোপুরি সুস্থ হননি। তাই আসন্ন ম্যাচটিতেও অধিনায়কত্ব করবেন মার্করাম। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৪টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং মাত্র ১টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। তারা এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা তাদের আগের ম্যাচটিতে বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল তাদের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

এমএ চিদম্বরম স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটারদের তুলনায় বোলাররা বেশি সুবিধা পাবেন। বিশেষ করে স্পিনাররা এই মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এখানে দ্রুতগতিতে রান করা খুবই কঠিন একটি কাজ। তাই ব্যাটারদের ধৈর্য ধরে ব্যাটিং করতে হবে। টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

পাকিস্তান

আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিক্স, রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, জেরাল্ড কোয়েটজি।

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ৮২ দক্ষিণ আফ্রিকা – ৫১

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...