BJ Sports – Cricket Prediction, Live Score

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার পাঁচ কারণ

 এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার পাঁচ কারণ

#image_title

Kolkata Knight Riders. (Photo Source: IPL)

আইপিএল শেষ। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস শিবির জুড়ে সেলিব্রেশনের জোয়াড়। অন্যদিকে বাকি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোতে শুধুই ব্যর্থতার দায়ের হিসাব নিকাশ। গতবারের পর এবারের আইপিএলেও লিগ পর্বের গন্ডী টপকাতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রায় চার বছর পর এবারের আইপএল ফের পুরনো ছন্দে ফিরেছে। সেই মঞ্চে এবারক কলকাতা নাইট রইডার্সের সাফল্যের রাস্তায় এগোনোর অরপেক্ষাতেই ছিলেন সকলে। কিন্তু শেষরক্ষা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স।

তাদের পারফরম্যান্স নিয়ে নানান আলোচনাই চলছে এখনও। বিশেষ করে কলকরাতা নাইট রাইডার্স ছিটকে য়াওয়ার পর থেকেই তাদের পারফরম্যান্স ও হারের কারণ নিয়ে ননান কাঁটাছেড়া শুরু হয়েছে। এই প্রতিবেদনে কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএলের ব্যর্থতার পিছনে কী কী কারণ রয়েছে তা নিয়েই চলবে নানান আলোচনা।  এবারের আইপিএলেও লিগ টেবিলের গন্ডী পার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স।

১. ওপেনিং জুটি ঠিক করতে না পারা

এবারের আইপিেলে কলকাতা নাইট রাইডার্সই  এমন একটি দল য়াদের ওপেনিং জুটি নিয়ে সবচেয়ে বেসী পরীক্ষা নীরিক্ষা করতে দেখা গিয়েছে। যেকানে াইপিএলের প্রতিটি দলকেি তাদের ওপেনিং নিয়ে একটি স্বচ্ছ ধারণা দেখাতে দেখা গিয়েছে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্য়াচেই বদলে গিয়েছিল ওপেনিং জুটি। কখনও রহমনুল্লা গুরবাজের সঙ্গে জেসন রয়। তো কখনো অন্য কোনও ক্রিকেটারকে দেখা গিয়েছে সেই জাটগায়। গোটা মরসুমে সব মিলিয়ে ৮টি ওপেনিং জুটিকে ব্যাবহার করেছে এবার কলকাতা নাইট রাইডার্স। সেজন্য কেপি সেভাবে সেট হতে পারেনি।

২. নীতিশ রানার নেতৃত্বের ব্যর্থতা

এবারের আইপিএল থেকে শ্রেয়স আইয়ার ছিটকে গেলে কলকাতা নাইট রাইডার্সের নতৃত্বের ভার উঠেছিল নীতিশ রানার কাঁধে। কিন্তু বহু ম্যাচেই নীতিশ রানার ভুল সিদ্ধান্তের জেরে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে দলকে। শুধু তাই নয় কয়েকটি ম্য়াচে নীতিশ রানা রান পেলেও, বেশীরভাগ ম্যাচেই ব্যর্থ হতে দেখা গিয়েছে তাঁকে। সেটা যে কলকাতা নাইট রাইডার্সের হারের পিছনে অন্যতম কারণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবারের আইপিএলে ঘরের মাঠে নীতিশ রানার বোলিং করতে যাওয়ার সিদ্ধান্তটা। সেই একটা ওভারই যে ম্যাচটা কার্যত শেষ করে দিয়ে এসেছিল তা বলাই বাহুল্য।

৩. আন্দ্রে রাসেলের ব্যর্থতা

আইপিএলের মঞ্চে বরাবরই কলকাতা নাইট রাইডার্সের অন্য়তম শক্তিশালী অস্ত্রের নাম আন্দ্রে রাসেল। কিন্তু সেই রাসেলের ব্যাট থেকেই এবার রানের ঝড় দেখা  যায়নি। দলের গুরুত্বপূর্ণ সময়ে আন্দ্রে রাসেলের আউট হয়ে যাওয়াটািই কলকাতা নাইট রাইডার্সকে অনেক়টা কাদের কিনারে টেলে দিয়েছিল।

৪. শক্তিশালী পেস লাইনআপের অভাব

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হারের পিছনে অন্যতম প্রধান কারণ হল তাদের বেলিং লাইনআপ। টিম সাউদিকে দলে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কয়েকটি ম্যাচের পর থেকে আর দেখা যায়নি তাকে। লোকি ফার্গুসনও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। প্রতিটা ম্যাচে তাঁকেও খেলানো সম্ভব হয়নি। উমেশ যাদবও যে কলকাতা নািট রাইডার্সের ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তা বলা যায় না। আর প্রতিটি দলের বিরুদ্ধে এই জায়গাতেই পিছিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

৫. সুনীল নারাইনের ব্যর্থতা

প্রতিবারই কলকাতা নাইট রাইডার্সের অন্যতম অস্ত্র সুনীল নারাইন। কিন্তু সেই নারপিনই এবার নাইট রাইডার্সকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন। বোলিং থেকে ব্যাটিং সব জায়গাতেই নারাইনের স্পিনের জাদু দেখা যায়নি। এবারের চলতি প্রতিযোগিতায় ১১টি ম্যাচ খেলে মাত্র ৭ টি উইকেট তুলতে পেরেছেন তিনি।

The post এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার পাঁচ কারণ appeared first on CricTracker Bengali.

Exit mobile version