BJ Sports – Cricket Prediction, Live Score

নীতিশ রানার বোলিং লাইনআপ সাজানো নিয়ে প্রশ্ন তুললেন ইউসুফ পাঠান

 নীতিশ রানার বোলিং লাইনআপ সাজানো নিয়ে প্রশ্ন তুললেন ইউসুফ পাঠান

#image_title

Yusuf Pathan. (Photo Source: Twitter)

সানরাইজার্স হায়দরাবাদের পর ওয়াংখেড়ে স্টেডি্য়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ হেরে নাইট রািডার্স শিবির যে বেশ চাপে পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে দলের বোলিং পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন খোদ অধিনায়ক নীতিশ রানা। এবার সেই প্রসঙ্গেই নীতিশ রানার বোলিং লাইনআর নির্বাচন েনিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন নাইট ক্রিকেটার ইউসুফ পাঠান। বিশেষ করে লোকি ফার্গুসনের মতো বোলারকে  ব্যবহার করা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাফল্য পাননি লোকে ফার্গুসন। শেষম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপরই নীতিশ রানার বোলিং লাইনআপ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁর মতে লোকি ফার্গুসনকে যদি নতুন বলে বোলিং না করানে হয় তবে কেন তাঁকে প্রথম একাদশে রাখা হচ্ছে। সেইসঙ্গে উমেশ যাদব যোগ্য সঙ্গত পাচ্ছেন না বলেও মনে করছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার।

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্সের কাছে ৫ উইকেটে হেরেছে কলতাতা নাইট রাইডার্স

শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮৫ রান করেছিল কলতাতা নাইট রাইডার্স। লড়াই করার মতো রান করেলো শেষরক্ষা করতে পারেনি তারা। বরং মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের সামনে চূড়ান্ত ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল  নাইট রাইডার্সের বোলারদের। শুরু থেকেই যেমন  বিধ্বংসী মেজাজে ছিলেন ঈশান কিষাণ। তেমনই আক্রমণাত্মক মেজাজে এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাটিং পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন সূর্যকুমার যাদবও। আর তাতেই বেশ কয়েক ওবার বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

এরপরই কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন ইউসুফ পাঠান। তিনি জানিয়েছেন, “আমি সত্যিই লোকি ফার্গুসনকে কেন তিনি প্রথম একাদশে রেখেছিলেন সেটা দেখেই চমকে গিয়েছিলাম। যদি তাঁকে নতুন বলে বোলিং করতেই না দেওয়া হয়, তবে কেন এই বোলারকে প্রথম একাদশে রাখা হয়েছিল”।

শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই নয়। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণের একই চিত্র দেখা গিয়েছিল। তাদের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন প্রতিপক্ষ ব্যাটাররা। উমেশ যাদব ভাল বোলিং করলেও সেভাবে যোগ্য সঙ্গত দিতে পারছেন না বাকি বোলাররা। সেজন্যই উমেশ যাদবের সঙ্গে লোকি ফার্গুসন ও শার্দূল ঠাকুরকেও ভাল বোলিং করার আর্জিই জানাচ্ছেন ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। পরের ম্যা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স।

The post নীতিশ রানার বোলিং লাইনআপ সাজানো নিয়ে প্রশ্ন তুললেন ইউসুফ পাঠান appeared first on CricTracker Bengali.

Exit mobile version