Skip to main content

আগামী মরসুমেও সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের ওপরই ভারসা রাখছে দিল্লি ক্যাপিটালস

 আগামী মরসুমেও সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের ওপরই ভারসা রাখছে দিল্লি ক্যাপিটালস

Sourav Ganguly. ( Image Source: Twitter )

এবারের আইপিএলে খুবই খারাপ পারফরকম্যান্স প্রদর্শন করেছে দিল্লি ক্যাপিটালস। একের পর এক ম্যাচ হেরে আইপিএলের লাস্ট বয়ের তকমা উঠেছিল তাদের গায়ে। সেখানে ডেভিড ওয়ার্নারের তত্ত্বাবধানে একেবারেই আশানারূপ ফল দেখাতে পারেনি দিল্লি ক্যাপিটালস শিবির। গোটা প্রতিযোগিতায় মাত্র ৫টি ম্যাচ জিততে পেরেছিল তারা। সেই থেকেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের সমালোচনায় যেমন সকলে সরব হয়েছিলেন. তেমনই দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফদের নিয়েও বেশ সমালোচনা শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে।

রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ানিয়েও নানান দাবী উঠতে শুরু করেছিল। যদিও শেষপর্যন্ত সেই রাস্তায় হাঁটতে নারাজ দিল্লি ক্যাপিটালস শিবির। আগামী মরসুমের জন্যও রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপরই বরসা রাখতে চলেছে দিল্লি ক্যাপিটালস শিবির। দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের টুইট তো অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে সকলকে। তবে দলের কোচিং স্টাফে বেশ কিছু বদল হতে পারে বলেই শোনাযাচ্ছে এখন। এবারের আইপিএলে প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির।

১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এবার নয় নম্বরে থেমেছিল দিল্লি ক্যাপিটালস

বেশ কয়েকবছর ধরেই দিল্লি ক্যাপিটালস শিবিরের প্রধান কোচের পদে রয়েছেন রিকি পন্টিং। আগেও একবার দিল্লি ক্যাপিটালস শিবিরের সহ্গে যুক্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে অবশ্য কয়েকদিন অব্য়হতি নিয়েছিলেন। এবারের আইপিএল সুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের  পদে বসেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে বসে সেভাবে কোনওরকম জাদু দেখাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং আইপিএলের ইতিহাসে অন্যতম খারাপ পারফরম্যান্স দেখিয়েছে এবার দিল্লি ক্যাপিটালস।

Preparations for next years @IPL are underway here @DelhiCapitals , along side @SGanguly99 and @RickyPonting we assure the fans that Kiran and I are working hard to get back to where we want this franchise to be and that is right at the very top.

— Parth Jindal (@ParthJindal11) June 14, 2023

এরপর থেকেই দিল্লি ক্যাপিটালসে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের ভবিষ্যত নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছিল। অঅনেকেই তাদের না রাখার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিতে শুরু করেছিলেন। যদিও দিল্লি ক্যাপিটালস শিবির সেই কথায় খুব একটা কান দিতে নারাজ। বরং আগামী মরসুমেও এই দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের ওপরই ভরসা রাখতে চলেছে তারা। সেই কথাই কার্যত জানিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দাল।

এবারের আইপিএলে ঋষভ পন্থ খেলতে পারেননি চোটের জন্য। সেই জায়গাতেই দিল্লি ক্যাপিটালকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। পরবর্তী মরসুমে ঋষভ পন্থ ফিরলে যে দিল্লি ক্যাপিটালসও ঘুরে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। পার্থ জিন্দালের মতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং এখন থেকেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানালেন পার্থ জিন্দাল।

The post আগামী মরসুমেও সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের ওপরই ভারসা রাখছে দিল্লি ক্যাপিটালস appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...