Skip to main content

আইপিএল ২০২৩, ম্যাচ ৩৯: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ম্যাচ ৩৯: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

Kolkata Knight Riders. (Photo by DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

প্রিভিউ

২৯শে এপ্রিল, শনিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৯ তম ম্যাচে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং গুজরাট টাইটান্স (জিটি) একে অপরের মুখোমুখি হবে। কেকেআর এখনও অবধি ৮ ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে, গুজরাট টাইটান্স এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে।

আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ২১ রানে পরাজিত করেছিল কেকেআর। এই মরসুমে আরসিবির বিরুদ্ধে এটি ছিল তাদের দ্বিতীয় জয়। টানা চারটি ম্যাচ হারার পরে এই জয় পেয়েছিল নীতিশ রানার দল। এই মরসুমে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ৩ উইকেটে জয় পেয়ছিল কেকেআর। শেষ ওভারের শেষ ৫টি বলে ৫টি ছয় মেরে জিটির মুখের সামনে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল রিঙ্কু সিং। জিটি নিজেদের শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে। তারা লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) ৭ রানে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৫৫ রানে পরাজিত করেছিল। কেকেআরকে এই ম্যাচটিতে পরাজিত করে আগের ম্যাচের বদলা নিতে চাইবে জিটি। অন্যদিকে, নিজেদের প্লেঅফসে যাওয়ার রাস্তা যাতে আরো কঠিন না হয়ে যায় সেই চেষ্টাই করবে কেকেআর।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স

জেসন রয়, নারায়ণ জগদীসান (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ডেভিড উইজ, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

গুজরাট টাইটান্স

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমদ, মোহিত শর্মা।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

জেসন রয় – এই মরসুমে জেসন রয় অসাধারণ ফর্মের সাথে খেলছেন। তিনি এখনও অবধি ৩টি ম্যাচ খেলে ১৬০ রান করেছেন। ইতিমধ্যেই ২টি অর্ধশতরান করে ফেলেছেন তিনি। তার সর্বোচ্চ রান হল ৬১।

শুভমন গিল – এই মরসুমে জিটির হয়ে সর্বোচ্চ রান করেছেন শুভমন গিল। তিনি ৭টি ম্যাচ খেলে ২৮৪ রান করেছেন। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের তালিকায় নবম স্থানে রয়েছেন তিনি।

অলরাউন্ডার

আন্দ্রে রাসেল – এই মরসুমে এখনও অবধি ৮টি ম্যাচ খেলে ১০৮ রান করেছেন আন্দ্রে রাসেল। এছাড়াও, বল হাতে ৫টি উইকেট নিয়েছেন তিনি। আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন।

হার্দিক পান্ডিয়া – এই মরসুমে ধারাবাহিকতার সাথে খেলতে না পারলেও খুব একটা খারাপ প্রদর্শন করছেন না হার্দিক পান্ডিয়া। তিনি এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ১২৮ রান করেছেন এবং ২টি উইকেট নিয়েছেন।

বোলার

বরুণ চক্রবর্তী – তিনি খুবই ভালো ফর্মে রয়েছেন। এই মরসুমে কেকেআরের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন তিনি। ৮ ম্যাচে তার উইকেট সংখ্যা হল ১৩। তিনি পার্পেল ক্যাপ তালিকায় এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন।

মহম্মদ শামি – মহম্মদ শামি খুবই ভালো ফর্মের সাথে বোলিং করছেন। আইপিএল ২০২৩-এ জিটির হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন তিনি। শামি ৭টি ম্যাচে ১০টি উইকেট শিকার করেছেন। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৩/২৫।

উইকেটরক্ষক 

ঋদ্ধিমান সাহা – তিনি পাওয়ারপ্লেতে আক্রমনাত্মকভাবে ব্যাটিং করার চেষ্টা করেন, যাতে জিটির শুরুটা ভালো হয়। এই মরসুমে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ১৪১ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ রান হল ৪৭।

কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

জেসন রয় (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, আন্দ্রে রাসেল, রশিদ খান, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩৯: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...