BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ফাইনাল: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ফাইনাল: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

#image_title

Chennai Super Kings VS Gujarat Titans. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

রবিবার (২৮শে মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হবে আইপিএল ২০২৩-এর ফাইনালে। দুই দলের মধ্যে এটি হবে মরসুমের তৃতীয় ম্যাচ এবং এর আগে উভয় দল একবার করে জিতেছে। আইপিএলে সামগ্রিকভাবে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে হওয়া চারটি ম্যাচের মধ্যে জিটি মোট তিনটি ম্যাচে জয় পেয়েছে। আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে জিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল সিএসকে। প্রথমে ব্যাটিং করে হলুদ জার্সির দল ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭২ রান করেছিল। দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কওয়াড় প্রথম উইকেটে ৮৭ রান যোগ করেন। জবাবে জিটি মাত্র ১৫৭ রান করেছিল এবং ১৫ রানে খেলা হেরে যায়।

শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিটি দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছিল। শুবমান গিল এই মরসুমে তাঁর তৃতীয় সেঞ্চুরি করেন এবং ফাফ ডু প্লেসিকে ছাড়িয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ২১৫-এর বিশাল স্ট্রাইক রেটে ৬০ বলে ১২৯ রান করেন এবং জিটি তিন উইকেট হারিয়ে মোট ২৩৩ রান তোলে। জবাবে পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়েছিল এমআই। তবে, তিলক ভার্মা, ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদবের আগ্রাসী ইনিংস মুম্বাইকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। ১৫তম ওভারে সূর্যকুমার আউট হওয়ার পরে অন্য ব্যাটাররা বিশেষ কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত মুম্বাই ১৮.২ ওভারে ১৭১ রানে অল আউট হয়ে যাওয়ায় ৬২ রানে জিতেছিল টাইটান্স।

সম্ভাব্য একাদশ [ইমপ্যাক্ট সাবসহ]

চেন্নাই সুপার কিংস

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, পীযূষ চাওলা, ক্রিস জর্ডান, আকাশ মাধওয়াল, জেসন বেহ্‌রেন্ডর্ফ।

গুজরাত টাইটান্স

শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, মোহিত শর্মা, জোশুয়া লিটল

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রুতুরাজ গায়কওয়াড় – ১৪ ইনিংসে ৫৬৪ রান করেছেন ১৪৬.৮৭ স্ট্রাইক রেটে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে সপ্তম স্থানে আছেন।

শুবমান গিল – ১৬ ইনিংস খেলে তিনটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরিসহ ৮৫১ রান করেছেন ১৫৬.৪৩ স্ট্রাইক রেটে এবং বর্তমানে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন।

অলরাউন্ডার

রবীন্দ্র জাডেজা – ১১ ইনিংসে ১৭৫ রান করেছেন ১৩৭.৭৯ স্ট্রাইক রেটে এবং বল হাতে ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় অষ্টম স্থানে আছেন।

হার্দিক পান্ডিয়া – ১৫ ম্যাচে ৩২৫ রান করেছেন ১৩৪.৮৫ স্ট্রাইক রেটে। ৩টি উইকেটও নিয়েছেন টাইটান্স অধিনায়ক।

বোলার

তুষার দেশপান্ডে – ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই মরসুমে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ষষ্ঠ স্থানে আছেন।

রাশিদ খান – ১৬ ম্যাচে খেলে লেগ-স্পিনার ২৭ উইকেট নিয়েছেন ৭.৯৩ ইকোনমি রেটে। টুর্নামেন্টের একমাত্র হ্যাট-ট্রিকের অধিকারও তিনি।

উইকেটকিপার

ডেভন কনওয়ে – উইকেটকিপিংয়ের সুযোগ না পেলেও, ১৪ ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরিসহ ৬২৫ রান করেছেন।

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শুবমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে (সহ-অধিনায়ক), শিবম দুবে, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রাশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, তুষার দেশপান্ডে।

The post আইপিএল ২০২৩, ফাইনাল: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version