BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ফাইনালঃ গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, হেড টু হেড ও পিচ রিপোর্ট

 আইপিএল ২০২৩, ফাইনালঃ গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, হেড টু হেড ও পিচ রিপোর্ট

#image_title

CSK VS GT. ( Image Source: IPL )

দীর্ঘ আড়াই মাসের লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট কার মাথায় উঠবে তা নির্ধারণ হবে রবিবার। ২৮ মে আইপিএলের ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্চে গুজরাত টাইটান্স  ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। যদিও শেষপর্যন্ত কোন ্ধিনায়কের মুখে জয়ের হাসি ফুটবে তা তো সময়ই বলবে। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার ধারা গুজরাত টাইটান্স ধরে রাখতে পারে  নাকি এবারই মহেন্দ্র সিং ধোনিকর নেতৃত্বে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হবে চেন্নাই সুপার কিংস।

গতবারের পর এবারের আইপিএলেও গুরন্ত ফর্মে রয়েছে গুজরাত টাইটান্স। আইপিএলের লিগ টেবিলের শীর্ষে থেকেই প্লেঅফে নিজেদের জায়গা পাকা করেছিল গুজরাত টাইটান্স। যদিও প্লেঅফের প্রথম ম্যাচের ফলাফল অবশ্য তাদের পক্ষে যায়নি। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল গুজরাত টাইটান্স। অবশ্য ফাইনালে পৌঁছতে তাদের খুব একটা অসুবিধা হয়নি। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের ফাইনালের রাস্তা পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলেই পরপর দুবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ারক নজির গড়বে চেন্নাই সুপারক কিংস।

ফাইনালের মঞ্চে অবশ্য ঘরের মাঠে খেলতে নামবে গুজরাত টাইটান্স। ফাইনালের মঞ্চে সেটা যে গুজরাত টাইটান্সের কাছে খানিকটা হলেও অ্যাডভান্টেজ তা বলার অপেক্ষা রাখে না। সেইমতোই  চলছে প্রস্তুতিও। অন্যদিকে চটেন্নাই সুপার কিংসও রয়েছে দুরন্ত ফর্মে। সেখানে প্লেঅপের প্রথম ম্যাচে এই গুজরাত টাইটান্সকে হারিয়েই আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। রুতুরাজ গায়কোয়াড়. রবীন্দ্র জাদেজা, ়েঙন কনওয়েদের হাত ধরে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে এবার চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ  ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে।

যদিও াইপিএলের মঞ্চে এই দলের মুখোমুখি হওয়ার পরিসংখ্যানে কিন্তু এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স। গতবার থেকে এবার পর্যন্ত মোট চারবার দেখা হয়েছে দুই দলের। সেখানে তিন বারই জিতেছে গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংস জিততে পেরেছে একবারই। এবারের প্লে্ফেই সেই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।

গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস হেড টু হেড

ম্যাচ – ৪। গুজরাত টাইটান্স – ৩। চেন্নাই সুপার কিংস – ১

পিচ রিপোর্ট

এবারে নরেন্জ্র মোদী স্টেডিয়ামের পিচ  বেশীরভাগ সময়ই ব্যাটারদের সহায়তা করেছে। শেষ ম্যাচেও সেই একই ছবি দেখা গিয়েছিল। ফাইনালের মঞ্চেও ে তমনটাই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে  পিচে বাউন্সের খানিকটা প্রভাব দেখা যেতে পারে। তবে সেটা একেবারেই শুরুর দিকে থাকতে পারে। গোটা ম্যাচ জুড়ে ব্যাটাররাই বাড়চি সুবিধা পাবে এই পিচ থেকে।

The post আইপিএল ২০২৩, ফাইনালঃ গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, হেড টু হেড ও পিচ রিপোর্ট appeared first on CricTracker Bengali.

Exit mobile version