BJ Sports – Cricket Prediction, Live Score

অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে বিশেষ বার্তা সুনীল গাভাসকরের

 অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে বিশেষ বার্তা সুনীল গাভাসকরের

#image_title

Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

গতবার হার্দিক পান্ডিয়ার হাত ধরেই আইপিেল চ্যাম্পি.ন েেহয়ে সকলকে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিএলেও ফাইনালে পৌঁছেছে গুজরাত টাইটান্স। গতবারের পর থেকেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। এবারও সেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেি ফািনালে পৌঁচেছে গুজরাত টাইটান্স। শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। তার আগেই হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে  বিশেষ বার্তা প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের।  ধোনির বিরুদ্ধেই তাঁক নেতৃত্বের দক্ষতা প্রমাণের আদর্শ সুযোগ বলে মনে করছেন সুনীল গাভাসকর।

আইপিএলে অধিুনায়কের দায়িত্ব পাওয়ার থেকেি বারবার নেতৃত্ব নিয়ে নানান প্রশ্নের সামনে পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। সেখানেই তিনি একটি কতাই বারবার বলেচেন। তাংর এই নেতৃ্ত্বের পথেও য়ে মহেন্দ্র সিং ধোনিই প্রধান আদর্শ তা বলতে দ্বিদা করেননি তিনি। মহেব্দ্র সিং ধোনির শিক্ষা নিয়েই যে তিনি এগিয়ে চলেছেন তা বলতে কোনও দ্বিদা করেননি হার্দিক পান্ডিয়া। প্রথম কোয়ালিফায়ারে এই ধোনির কাছেই হেরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই গতবার চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স

এবার আইপিেলের ফাইনালে ফের একবার তারা একে অপরের মুকোমুখি হয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। সেি ম্য়াচ শুরু হওয়ার গেই হার্দিক পান্ডিয়ার উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে এবারের আইপিএলে ধোনির বিরুদ্দে ফািনালের মঞ্চেি হার্দিকের সামনে রয়েচে বিসে, েক সুযোগ। সেখানেই ধোনির তেকে শেখা সমস্তকিছু দক্,তা প্রদর্সন করে তাংর নেতৃত্বের প্রমাণ দেওয়ার বার্তাি দিয়েছেন সুনীল গাভাসকর। রবিবার একে অপরের বিরুদ্দধে নামছে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই জেখার অপেক্ষায় সকলে।

েই প্রসঙ্গেই সুনীল গাভাসকর জানিয়েছেন, “এমএস ধোনির প্রতি তাঁর ভালবাসা এবং তাঁকে নিজের আদর্শ হিসাবে বারবারই বলতে শোনা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। সেদিন যখন তারা মাঠে নামবেন টসের জন্য সেই সময় কিন্তু একে অপরের প্রতি য়থেষ্ট হাসি থাকবে তাদের। কিন্তু ম্যাচ শুরু হলেই সেই পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। এটাই হার্দিক পান্ডিয়ার সামনে সবচেয়ে বড় সুযোগ যে তিনি কতটা শিখেছেন সেটাই ধোনির সামনে প্রমাণ করা”।

গতবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল গুজরাত টাইটান্স। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবারও ফাইনালে পৌঁছেছে গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শেষপর্যন্ত নিজেদের চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে পারে কিনা গুজরাত টাইটান্স সেটাই দেখার।

The post অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে বিশেষ বার্তা সুনীল গাভাসকরের appeared first on CricTracker Bengali.

Exit mobile version