Skip to main content

সর্বশেষ সংবাদ

আইপিএল ২০২৩-এ জোড়া উইকেট নিয়ে যাত্রা শুরু করলেন ঈশান্ত শর্মা

Ishant Sharma. ( Photo Source: Jio Cinema )

প্রথম পাঁচ ম্যাচে প্রতম একাদশে জায়গা হয়নি ঈশান্ত শর্মার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নেমেছিলেন তিনি। সেই ম্যাচেই জ্বলে উঠলেেন দিল্লি ক্যাপিটালসের কতারকা ক্রিকেটার ঈশান্ত শর্মা। ২০১৩ সালের আইপিএলের প্রথম ম্যাতটা খুব একটা খারাপ হল না তাঁর। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জোড়া উইঅকেট তুলে নিলেন ঈশান্ত শর্মা। চার ওভার বল করে রান দিলেন মাত্র ১৯ রান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এবারের আইপিএলে শুরুটা ভালভাবেই করলেন তিনি।

২০২১ সালে শেষবার আইঅপিএলের মঞ্চে দেখা গিয়েছিল ঈশান্ত শর্মাকে। ২০২২ সালে একটিও ম্যাচে খেলেননি তিনি। এবারও দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথম পাঁচ ম্যাচে অবশ্য দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটেই সময় কেটেছিল ঈশান্ত শর্মার। এবারের আইপিএলে েকটিও ম্যাচে জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানেই দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে ঈশান্ত শর্মাকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখালেন ঈশান্ত শর্মা।

আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ১৯ রানে ২ উইকেট ঈশান্ত শর্মার

কলকাত নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে একাই তুলে নিলেন ২ উইকেট। এই মুহর্তে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা পারফর্মার নীতিশ রানাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে সুনীল নারাইনও ঈশান্ত শর্মারই শিকার। সেইসঙ্গে ছিল তাঁর হিসাবী বোলিং। যা ক্রমশই চাপে ফেলে দিয়েছিল এদিন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপকে। তিনি যখন পরিবর্ত ক্রিকেটার হিসাবে মাঠ ছাড়েন সেই সময় তাঁর ঝুলিতে দুই উইকেট এবং  রান দিয়েছেন মাত্র ১৯।

আইপিএলের মঞ্চে এর আগে দিল্লি ক্যাপিটালস শিবিরেই ২০১৯সালে ছিলেন তিনি। সেই মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৩টি ম্যাচ খেলে ১৩ টি উইকেট নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই মরসুমেই শেষবারের মতো তাঁকে আইপিএলে কোনও দলের হয়ে নিয়মিত ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। এরপর থেকেই আইপিএলের মঞ্চে সেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করতে দেখা যায়নি ঈশান্ত শর্মাকে।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৯৩টি ম্যাচ খেলে ৭৩ টি উইকেট রয়েছে ঈশান্ত শর্মার। ভারতীয় দলের হয়ে ৮০টি একদিনের ম্যাচ খেলেছিলেন ঈশান্ত শর্মা। সেখানেই তাঁর উইকেট রয়েছে ১১৫টি। টেস্টের মঞ্চে অবশ্য ৩১১ টি উইকেট রয়েছে ঈশান্ত শর্মার। দেশের  হয়ে খেলেছেন ১০৮টি টেস্ট ম্যাচ। দেশের হয়ে ১৪টি টি টোয়েন্টিতে উইকেট রয়েছে মাত্র ৮টি।

The post আইপিএল ২০২৩-এ জোড়া উইকেট নিয়ে যাত্রা শুরু করলেন ঈশান্ত শর্মা appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...