Skip to main content

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেএস ভরতের থেকে ঈশান কিষাণকে এগিয়ে রাখছেন সঞ্জয় মঞ্জরেকর

 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেএস ভরতের থেকে ঈশান কিষাণকে এগিয়ে রাখছেন সঞ্জয় মঞ্জরেকর

Ishan Kishan. (Photo Source: BCCI)

আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামছে ভারতীয় দল।  সেই ম্যাচের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়েই এখন চর্চা তুঙ্গে রয়েছে। সেখানেই ভারতীয় দলের প্রথম একাদশে কোন উইকেটকিপারকে খেলানো হতে পার তা নিয়েই নানান হিসাব নিকাশ চলছে। সেখানেই ঈশান কিষাণকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। চোটের জন্য ঋষভ পন্থের সঙ্গে এই ম্যাচে লোকেশ রাহুলও নেই। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

গতবছর ভয়াবহ গাড়ী দূর্ঘটনার জন্য ক্রিকেট মাঠ থেকে অনির্দিষ্ট কালের জন্য ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ।  একইসহ্গে েবারের াইপিএল চলাকালীনই থিটকে গিয়েছেন ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। আর তাতেই চিন্তা ক্রমশ বাছিল। যদিও ভারতীয় স্কোয়াডে কেএস ভরতকে রাখা হয়েছে। লোকেস রাহুল ছিটকে যাওয়ার পর স্ট্যান্ডবাই ক্রিকেটার থেকে ঈশান কিষাণকে ভারতের ১৫ব সদস্যের দলের অন্কতর্ভুক্ত করা হয়েছে। ফাইনালের আগে কেএস ভরতের থেকে ঈশান কিষাণকেই এগিয়ে রাখছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

অএবারের আইপিএলে ১৬ ম্যাচে মুম্বইয়ের হয়ে ৪৫৪ রান করেছেন ঈশান কিষাণ

যদিও ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত টেস্ট ফর্ম্যাটে খেলতে দেখা যায়নি তাঁকে।ভারতীয় দলের হয়ে সম্প্রতি টি টোয়েন্টি এব একদিনের ক্রিকেটে দুরম্ত পারফরম্যান্স দেখিয়ে্ছিলেন ঈশান কিষাণ। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ফর্ম্যাটে দ্বিশতরানের ইনিংস কেলেছিলেন ঈসান কিষাণ। এবারের আইপিএলের মঞ্চেও অসাধারঁ পারফরম্যামন্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। েই সমস্ত পারফরম্য়ান্স দেখার পরই ঈশান কিষাণকে ঋষভ পন্থের অনুপস্থিতিতে ঈশান কিষাণকে খেলানোর পরকামর্স দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।

এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “এই মরসুমে আমরা ঋষভ পন্থকে দলে পাবনা । শেষ দুি বছরে টেস্টের মঞ্চে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এইঅ তারকা ক্রিকেটার। প্রতিপক্ষ বোলারদের ওপর যদি  ঋষভ পন্থ নীচের দিকে ব্যাটিংয়ে নেমে যেমন  চাপ তৈরি করত, সেই একই কাজ করতে পারেন এবার ঈশান কিষাণ। আমার মনে হয় সেই জায়গাতে ঈশান কিষাণই প্রকৃত উত্তর”।

এবারের আইপিএলেও ঈশান কিষাণ খুব একটা খারাপ পারফরম্যান্স দেখাননি। তাঁর ব্যাট থেকে এসেছিল বড় রানের ঝলক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৬ ম্যাচে ৪৫৪ রান করে্ছিলেন ঋষভ পন্থ। সেখানেই তাঁর স্ট্রাইকরেট ছিল ১৪০। শে্ষপর্যন্ত ঈশান কিষাণ কেলেন কিনা সেটাই এখন দেখার।

The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেএস ভরতের থেকে ঈশান কিষাণকে এগিয়ে রাখছেন সঞ্জয় মঞ্জরেকর appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...