Skip to main content

News BN

সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান

সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান

কাতার বিশ্বকাপের লড়াই শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। শেষমুহুর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত দলগুলো। এরমধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণাও। যেখানে প্রথম দেশ হিসেবে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে জাপান। এশিয়ার এই দেশটি থেকে এবারো কাতারের সবুজ গালিচা মাতাবেন তাকেফুসো কুনো।

বর্তমান সময়ের ফুটবলে কুবো বেশ পরিচিত মুখ। নিজের দক্ষতায় এশিয়া ছাড়িয়ে ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছেন এই তারকা ফুটবলার। ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিভার ঝলক দেখিয়ে নজর কেড়েছেন তিনি। গতি, বল পায়ে নিয়ন্ত্রণ, আর মুগ্ধতা ছড়ানো সব ড্রিবলিংয়ে প্রতিপক্ষের দুর্গ ভেঙে দেওয়া কুবো খ্যাতি পেয়ে যান, জাপানি মেসি’ হিসেবে।

বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের জাপান দলে, জাপানি লিগ থেকে সুযোগ পেয়েছেন মাত্র ৬ জন খেলোয়াড়। বাকি সবাই দাপিয়ে বেড়াচ্ছেন ইউরোপের বিভিন্ন লিগে। তবে ভারসাম্যপূর্ণ দল গড়েও কাতারে অগ্নিপরীক্ষা দিতে হবে জাপানের। গ্রুপ পর্বেই তাদের সঙ্গী হয়েছে পরাক্রমশালী জার্মানি, স্পেন এবং কোস্টারিকার মতো দলগুলো।

কাতার বিশ্বকাপের জন্য জাপান দল: গোলরক্ষক: শুইচি গোন্ডা, ইজি কাওয়াশিমা এবং ড্যানিয়েল শ্মিট।

ডিফেন্ডার: শোগো তানিগুচি, কো ইতাকুরা, মিকি ইয়ামানে, হিরোকি ইতো, ইউতো নাগাতোমো, মায়া ইয়োশিদা, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি সাকাই এবং ইউটা নাকায়ামা।

মিডফিল্ডার: তাকুমি মিনামিনো, ইউকি সোমা, গাকু শিবাসাকি, তাকেফুসা কুবো, রিতসু দোয়ান, ওয়াতারু এন্ডো, হিডেমাসা মরিতা, আও তানাকা, দাইচি কামাদা, জুনিয়া ইতো এবং কাওরু কিতোমা।

ফরোয়ার্ড: তাকুমা আসানো, আয়াসে উয়েদা এবং ডাইজেন মায়েদা।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...