Skip to main content

News BN

রোনালদো – ব্রুনোর গোল নিয়ে সিদ্ধান্ত নিলো ফিফা

FIFA decided on Ronaldo- Bruno's goal

‘এইচ’ গ্রুপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচটি হয়েছে পর্তুগাল এবং উরুগুয়ের মধ্যে। সেই ম্যাচে ২ – ০ গোলের জয় তুলে নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই জয়ে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত করেছে তারা। তবে দল জিতলেও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সিআরসেভেন। সতীর্থের করা একটি গোলকে নিজের বলে দাবি করেন এই ফরোয়ার্ড। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। 

ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের একটি জোরালো শট গিয়ে আঁচড়ে পড়ে উরুগুয়ের জালে। তবে সেই বলটিতে লাফিয়ে ওঠেন রোনালদো।  হেড করতেও দেখা যায় সিআরসেভেনকে।  গোল হওয়ার পর বুনো উল্লাসও করে ফেলেন এই পর্তুগিজ তারকা। তবে শেষ পর্যন্ত গোলটি লেখা হয় ফার্নান্দেজের নামে। আর তাতেই সৃষ্টি হয়েছে চরম বিতর্কের।

অ্যাকশন রিপ্লেতে দেখা যায়, বলটি রোনালদোর মাথা স্পর্শ করেনি। তারপরও ম্যাচ শেষে গোলটি নিজের বলে দাবি করেন রোনালদো। এ ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে গোটা ফুটবল দুনিয়ায়। অন্যদিকে ম্যাচ শেষে গোলের মালিক ফান্দান্দেজও জানান, বলটি রোনালদোর মাথা স্পর্শ করেছে বলেই মনে হয়েছে তার।

এরমধ্যে বিতর্কিত এই গোল নিয়ে ফিফা জানিয়েছে, বলটি রোনালদোর মাথা স্পর্শ করেনি। তাই গোলটি ফার্নান্দেজের। বিষয়টি স্পষ্ট হতে, বলের ভেতরে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে চেক করে দেখেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে বিশ্বকাপের বল প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসও দিয়েছে একই তথ্য।

অ্যাডিডাস জানিয়েছে, গোল হওয়ার ক্ষেত্রে বলের সঙ্গে রোনালদোর কোনো সংযোগ ঘটেনি। বলের ভেতরে থাকা ৫০০ হার্জের সেন্সর দিয়ে নির্ভুল চেক করেছে বলেও জানায় তারা। তবে আনুষ্ঠানিকভাবে সমাধান হলেও, বিতর্ক তো আর থামানো যায় না। সতীর্থের গোল নিজের বলে দাবি করায়, প্রবল তোপের মুখে পড়তে হলো রোনালদোকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সিআরসেভেনকে নিয়ে ট্রল ও করেছেন।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...