Skip to main content

News BN

মেসির জন্যই  জীবন বাজি রেখে খেলেছিলেন ” বাজপাখি ” এমিলিয়ানো মার্টিনেজ

মেসির জন্যই  জীবন বাজি রেখে খেলেছিলেন " বাজপাখি " এমিলিয়ানো মার্টিনেজ

অবশেষে পর্দা নামল কাতার বিশ্বকাপের। কাতারের লুসাইল স্টেডিয়াম সাক্ষী হয়ে রইল এক ঐতিহাসিক ফাইনালের। ফুটবল ইতিহাসের সেরা ছাত্র মেসির হাতেই উঠল বিশ্বকাপের শিরোপা।  বাজপাখির মতো প্রতিপক্ষের একের পর এক শট ঠেকিয়ে দলকে শিরোপা এনে দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই বাজিমাত করলেন মার্টিনেজ। ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা ২ – ০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়র্ধে এমবাপ্পের জোড়া গোলে সমতায় ফেরে দুই দল। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ১ গোল দিয়ে দলকে এগিয়ে রাখেন ‘ ভীন গ্রহের ফুটবলার ‘ খ্যাত লিওনেল মেসি। টানটান উত্তেজনার মধ্যে প্রতিপক্ষ পেয়ে যায় পেনাল্টি। আবার ৩ – ৩ গোলের সমতায় ফেরে দুই দল। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। আর এখানেই আর্জেন্টাইন ‘ বাজপাখি ‘ প্রতিপক্ষের  শট ঠেকিয়ে দিয়ে দলকে এনে দেন সেই ঐতিহাসিক জয়। 

তবে একটুর জন্য হয়তো ঘটে যেতে পারত অনেক বড় অঘটন। কিংসলে কোমানের শট নেওয়ার ঠিক আগ মুহুর্তে তার এক পা বাইরে ছিল, এমনকি দ্বিতীয় পাও বাইরে যাওয়ার মতোই মনে হয়েছিল। কিন্তু মুহুর্তের মধ্যেই পরিস্থিতি সামাল দিয়ে ফিরিয়ে দেন কোমানের শট।  ম্যাচ শেষে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাননি এমিলিয়ানো মার্টিনেজ। দলকে জয় এনে দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ” ঈশ্বরকে ধন্যবাদ, আমি আমার পা ভেতরেই রেখেছিলাম। ” 

ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায়, তখন এমবাপ্পের প্রথম শটটিই প্রায় ফিরিয়ে দিয়েছিলেন এমিলিয়ানো। বলের দিকে ঝাঁপিয়ে পড়াও ঠিক ছিল। কিন্তু একটুর জন্য বল জালে জড়িয়ে যায়। এমিলিয়ানো বলেন, ” আমি এটাও আটকাতে পারতাম, কিন্তু আমি বাজেভাবে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু এরপর আমি সবকিছু ঠিকঠাক করেছি। “

ম্যাচ দুলেছে পেন্ডুলামের মত।মেসি – এমিরা প্রথমে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এমবাপ্পে চমকে প্রায় স্বপ্ন ভঙ্গ হতে চলেছিলো আর্জেন্টিনার। মার্টিনেজ  বলেন, ” খুব উত্তেজনা পূর্ণ ফাইনাল হয়েছে। এটা একটা ভোগান্তির ম্যাচ ছিল, আমরা বারবার ম্যাচের নিয়ন্ত্রণ  নিয়েছিলাম। তবে বারবার ম্যাচ ফসকে যাচ্ছিলো। দুটি বাজে শট আসে এবং ম্যাচে সমতা চলে আসে। আমরা পরে ৩ – ২ ব্যবধানে এগিয়ে গিয়েছিলাম, কারণ তারা আমাদের আরেকটি পেনাল্টি পেয়ে যায় এবং সেখান থেকে গোল আদায় করে নেয়। ঈশ্বরকে ধন্যবাদ  “। 

এর আগেও নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয় এনে দিয়েছেন এমি। তিনি যেন বুঝিয়ে দিলেন তিনি কেন ‘ বাজপাখি ‘, তিনি কেন ‘ পেনাল্টি বিশেষজ্ঞ,  তিনি কেন আর্জেন্টিনার অন্যতম সেরা গোলরক্ষক। তিনি যেন বুঝিয়ে দিলেন আর্জেন্টিনাকে হারাতে হলে টাইব্রেকার পর্যন্ত নিয়ে এসো না, এখানে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে আছি আমি।

বিশ্বকাপের আগেই মার্টিনেজ কথা দিয়েছেন মেসির জন্য জীবন বাজি রেখে খেলবেন। কথা রাখলেন তিনি।  মেসির জন্য তিনি যেন যুদ্ধ করে তাকে এনে দিলেন এক ঐতিহাসিক জয়। মেসির জন্যই যেন জীবন বাজি রেখে খেললেন ফাইনাল। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক৷

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...