Skip to main content

News BN

মেসিকে আটকাতে যা করা লাগে সবেই করব : ফ্রান্সের কোচ

I will do whatever it takes to stop Messi: France coach

ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর হতে যাচ্ছে কাতার বিশ্বকাপের শিরোপা জেতার লড়াই। ফাইনালের এই ম্যাচটিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে দিদিয়ের দেশমের ফ্রান্স। সেখানে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ঘিরেই যেন ফ্রান্সের যত ভাবনা। তাকে আটকাতে পারলেই শিরোপা জেতার পথে আর কোনো বাঁধা থাকবে না তাদের। তাই ‘ ভিনগ্রহের ফুটবলার ” খ্যাত মেসিকে আটকাতে একজন মানুষের পক্ষে যা যা করা সম্ভব, তার সবই করবেন দিদিয়ের দেশমের দল। সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম নিজেই। 

ফাইনালের আগে মেসি ইস্যুতে মুখ খোলেন ফ্রান্স কোচ।সেখানেই উঠে এসেছে  মেসিকে নিয়ে দেশমের ভাবনার কথা। সংবাদ সম্মেলনে দেশমের কাছে জানতে চাওয়া হয়, মেসিকে আটকানো সম্ভব কি না। এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ” মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। মুহুতেই পালটে দিতে পারে ম্যাচের ভাগ্য।  ওকে আটকাতে মানুষের পক্ষে যা যা করা সম্ভম, আমরা তা – ই করব। তবে ম্যাচ শেষে কেউ না কেউ জার্সিতে তৃতীয় তারকাটি পাবে। ” উল্লেখ্য,  বিশ্বকাপ জেতার সংখ্যা অনুযায়ী জার্সিতে সেই সংখ্যক তারকা থাকে। আর্জেন্টিনা এবং ফ্রান্স উভয়ই এর আগে দুটি বিশ্বকাপ জিতেছে। তাই উভয়েরই তৃতীয় বিশ্বকাপ জেতার লড়াই এটা। আর যারা জিতবে তাদের জার্সিতে তিন নম্বর তারকাটি বসবে।  

গত বিশ্বকাপেও মেসিদের মুখোমুখি হয়েছিলো ফ্রান্স। তবে সেটা গ্রুপ অব সিক্সটিনে। সেবার ফ্রান্স অবশ্য আর্জেন্টাইনদের হারিয়েই দিয়েছিল। কিন্তু তখনকার মেসি আর বর্তমানের মেসির মধ্যে আকাশ – পাতাল পার্থক্য। বয়সের সংখ্যাটা বাড়লেও তিনি ছড়াচ্ছেন তারুণ্যের দ্যুতি। দলকে নিয়ে গেছেন ফাইনালে। তাই তার দিকে এবার আরও বিশেষ নজর ফ্রান্সের। 

দেশম বলেন, ” টুর্নামেন্ট শুরু থেকে মেসি দারুন ছন্দে। ম্যাচের ভাগ্য গড়ে দিতে তার কয়েক মুহূর্ত দরকার। চার বছর আগে তার খেলার ধরন ভিন্ন ছিলো। সেই সময় সে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছে। কিন্তু এবার সামনের দুজনের একজন কিংবা স্ট্রাইকারের পেছনে খেলছে। সে দারুণ ফর্মে আছে এবং অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তাকে থামানোটাই বড় চ্যালেঞ্জ।  মাঠে তার ভূমিকা রাখার জায়গাগুলো কমিয়ে আনার চেষ্টা করব আমরা। তারাও আমার দলের বিপক্ষে এটা করতে চাইবে। তবে চার বছর আগের আর্জেন্টিনা আর এই আর্জেন্টিনা এক নয়। আমরা আশাবাদী, ছেলারা মেসিকে আটকে দেবে। “

উল্লেখ্য, ফ্রান্স এখন রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে। ফাইনালে জিততে পারলেই তারা ব্রাজিল এবং ইতালির রেকর্ডে ভাগ বসাবে। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার রেকর্ডে ব্রাজিল এবং ইতালিকে ছুঁয়ে ফেলবে তারা। অন্যদিকে আর্জেন্টিনাও চাইবে মেসির শেষ বিশ্বকাপটা তার হাতে তুলে দিতে। এই বিশ্বকাপের আগেই মেসি ঘোষনা দিয়েছেন এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।  ক্যারিয়ারে মোটামুটি সবেই জিতেছেন মেসি। বাকি আছে অধরা বিশ্বকাপ। সেই অপূর্ণতাই এবার ঘুচাতে মরিয়া মেসি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...