Skip to main content

News BN

বিশ্বকাপ ট্রফি নিয়েই মেসিদের দেশে  ফিরতে বললেন ম্যারাডোনা কন্যা 

বিশ্বকাপ ট্রফি নিয়েই মেসিদের দেশে  ফিরতে বললেন ম্যারাডোনা কন্যা 

ফুটবল প্রেমিদের অপেক্ষার প্রহর শেষে  পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৩২ টি দল ট্রফি জয়ের উদ্দেশ্যে  মাঠে নামছে।এরমধ্যেই  মেসিদের ট্রফি নিয়েই দেশে ফিরতে বললেন অর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা কন্যা দালমা।

গোটা বিশ্বে ফুটবল এক আবগের জায়গা। আর এই ফুটবলকে  অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন দিয়াগো ম্যারাডোনা। দেশকে এনে দিয়েছেন  বিশ্বকাপের ট্রফি। ফুটবল থেকে অবসর নিলেও নিয়মিত দর্শক আসনে  দেখা যেত ম্যারাডোনাকে। মেয়েকে সঙ্গে নিয়ে নিয়মিত ফুটবল উপভোগ করতেন তিনি। 

তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন৷ ম্যারাডোনা  পরলোকে পাড়ি দেওয়ায় পর  মেয়ের আবেগ ভরা কন্ঠ  বিশ্বকাপ ট্রফির মধ্য দিয়ে বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। 

 সম্প্রতি এক ভিডিও বার্তায় মেসিদের উদ্দেশ্যে ম্যারাডোনা কন্যা দালমা বলেন, ” মনে রেখো, আমার বাবা কিন্তু তোমাদের সঙ্গেই রয়েছেন। ভাবতে পারো, তিনিই এই দলের দ্বাদশ ব্যক্তি। বারের বিশ্বকাপে বাবার না থাকা প্রত্যেক মুহুর্তে উপলব্ধি করছি। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই হবে। তা হলেই বাবা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মনে রেখো, উনি কিন্তু তোমাদের দেখছেন।

আর্জেন্টিনা প্রথম ফিফা বিশ্বকাপ জিতে ১৯৭৮ সালে। তাদের ঘরে দ্বিতীয়বার ট্রফি আসে ম্যারাডোনার হাত ধরে ১৯৮৬ সালে। এরপরে আর ট্রফির দেখা পায়নি ম্যারাডোনামেসিদের দেশ। মেসি ঘোষনা দিয়েছেন কাতার বিশ্বকাপেই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এবার তাই ট্রফি জিততে মরিয়া আর্জেন্টিনা 

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...